• ৫০ বছর পর মালদার গঙ্গার নদীর চরে দেখা মিলল বিরল অস্ট্রেলাসিয়ান গ্রাস আউলের...
    আজকাল | ১২ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক :   প্রায় ৫০ বছর পর মালদার গঙ্গার নদীর চরে দেখা মিলল অস্ট্রেলাসিয়ান গ্রাস আউলের ।  ৯ মার্চ পাখি পর্যবেক্ষকদের একটি দল  মালদার  গঙ্গার চরে  অস্ট্রেলীয় ঘাস পেঁচার ছবি নথিভুক্ত করে।

    মালদা বন বিভাগ কর্তৃক পরিচালিত চার মাসব্যাপী পাখি জরিপের ফলে এটি আবিষ্কার করা সম্ভব হয়েছে। মালদা বন বিভাগ কর্তৃক পরিচালিত জরিপের সময়, মালদা গ্রিন পিপলস ইন্ডিয়া এবং কলকাতার বার্ডওয়াচার্স সোসাইটির সহযোগিতায়, সন্দীপ দাস, স্বরূপ সরকার এবং সৈকত দাসের সঙ্গে ৯ মার্চ ২০২৫ তারিখে সন্দীপ দাস প্রথম এই প্রজাতির পাখির ছবি রেকর্ড করেছেন।

    বনদপ্তর সূত্রে খবর পশ্চিমবঙ্গে এই প্রজাতিটি পাখির  খুব কমই রেকর্ড রয়েছে। ১৯৮০ সালে প্রকাশিত হয় যখন বিখ্যাত পাখি পর্যবেক্ষক অজয় ​​হোম তার "চেনা ওচেনা পাখি" বইয়ে শান্তিনিকেতনে এর উপস্থিতির কথা উল্লেখ করেছিলেন।

    মালদার বিভাগীয় বনাধিকারিক জিজু জেসফার জানিয়েছেন,  ৯ থেকে ১১ মার্চ  জেলা প্রশাসনের নেতৃত্বে বন বিভাগের একটি যৌথ দল বিভিন্ন প্রজাতির পাখিদের অবস্থান এবং উপস্থিতি পুনঃনিশ্চিত করার জন্য গঙ্গার  চর পরিদর্শন করেন। সেখানেই এই ধরনের বিলুপ্ত প্রজাতির পাখি দেখা মিলেছে।
  • Link to this news (আজকাল)