• দিল্লির তরুণীকে কাজের প্রতিশ্রুতি দিয়ে কলকাতার হোটেলে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার...
    আজকাল | ১২ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: দিল্লির বাসিন্দা। পুলিশ সূত্রের খবর, তিনি কর্মরত ছিলেন কলকাতার এক পানশালায়। তরুণীর অভিযোগ, কাজের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে কলকাতার হোটেলে ডেকে ধর্ষণ করা হয়। ইতিমধ্যে তাঁর  অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। 

    খাস কলকাতায় এই ঘটনা ঘটেছে ৭ মার্চ। জানা গিয়েছে অভিযুক্ত ব্যক্তির বয়স ৫৯, ভবানীপুরের ওই বাসিন্দা নিজেকে সে ব্যবসায়ী বলে পরিচয় দিয়েছিল। তরুণীর সঙ্গে আলাপের পর, তরুণী কাজের প্রয়োজনের কথা জানিয়েছিলেন। তারপরেই তাঁকে হোটেলে ডেকে পাঠানো হয় বলে জানিয়েছেন তরুণী, সূত্রের খবর তেমনটাই। 

    তরুণীর অভিযোগ, ৭ মার্চ রাত ৮টা নাগাদ তাঁকে ওই ব্যক্তি কলকাতার শরৎ বোস রোডের ওই হোটেলে নিয়ে যায়। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনা কাউকে জানালে ভয়াবফ পরণতির হুমকিও দেওয়া হয়েছিল বলে খবর সূত্রের। অভিযুক্তকে সোমবার আদালতে তোলা হয়।
  • Link to this news (আজকাল)