• দোলেই 'লু'-র চোখরাঙানি, একলাফে তাপমাত্রা বাড়তে পারে ৪ ডিগ্রি পর্যন্ত
    ২৪ ঘন্টা | ১২ মার্চ ২০২৫
  • অয়ন ঘোষাল: দোলের দিন উত্তরের ৪ জেলায় বৃষ্টি। দক্ষিণে তীব্র গরম। খাতায় কলমে না হলেও প্রায় তাপপ্রবাহের মতো অনুভূতি। দোল উৎসবে বেলা বাড়লে বইতে পারে শুষ্ক লু-এর মতো গরম হওয়া।

    সিস্টেম

    আজ ফের পশ্চিমী ঝঞ্ঝা। আসাম এবং রাজস্থানে রয়েছে ঘুর্ণাবর্ত। আরো একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায়। একটি অক্ষরেখা মধ্য প্রদেশ থেকে হরিয়ানা পর্যন্ত বিস্তৃত।

    দক্ষিণবঙ্গে

    বসন্তে দহন জ্বালা। পারদ ঊর্ধ্বমুখী। আগামী ৩ দিনে কলকাতার তাপমাত্রা ফের ৩৫ ডিগ্রি ছড়িয়ে যেতে পারে। পশ্চিমের কিছু জেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে উঠে যেতে পারে বলে অনুমান আবহাওয়া দপ্তরের। আগামী চার পাঁচ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

    উত্তরবঙ্গ

    আজ থেকে বৃষ্টি শুরু উত্তরবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ও বৃহস্পতিবার বাড়বে বৃষ্টির পরিমাণ। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর এই ছয় জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবারও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে। আগামী পাঁচ দিনে ক্রমশ তাপমাত্রা বাড়তে থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে। সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

    কলকাতা

    বেশ কিছুটা তাপমাত্রা বাড়ল। ক্রমশ বাড়বে সর্বোচ্চ ও সর্বনিম্ন দুই তাপমাত্রা। শুক্রবার হোলির দিনে ৩৫ ডিগ্রি থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে চড়তে পারে পারদ। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই।

    কলকাতার তাপমান

    রাতের তাপমাত্রা ২২.৮ ডিগ্রি। গতকাল  দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৪ থেকে আরো ১ ডিগ্রি বেড়ে ৩৩.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ২৭ থেকে ৮৯ শতাংশ।

    ভিনরাজ্যে

    দক্ষিণ ভারতে প্রবল বৃষ্টির আশঙ্কা। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে তামিলনাড়ু, পন্ডিচেরি ও করাই কাল এলাকায়। ভারী বৃষ্টি হবে কেরালা ও মাহেতে এবং অরুণাচল প্রদেশে। দেশের চার রাজ্যে তাপপ্রবাহের পরিস্থিতি। রাজস্থান ও গুজরাটের বেশিরভাগ এলাকায় তাপপ্রবাহের পরিস্থিতি। তাপপ্রবাহ শুরু হবে বিদর্ভ এবং ওড়িশা রাজ্যে। গরম অস্বস্তিকর আবহাওয়া কর্ণাটক এবং কোঙ্কন ও গোয়াতে।

  • Link to this news (২৪ ঘন্টা)