সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নীল বাড়িতে গাড়িতে ঘোরাফেরা। কখনও আইএসএফ অফিসার, কখনও আবার অন্য কোনও পরিচয়ে দেদার তোলাবাজির অভিযোগ। হলদিয়া থেকে গ্রেপ্তার কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর আপ্ত সহায়ক। মঙ্গলবার হলদিয়া থেকে প্রদীপ রাজপণ্ডিতকে গ্রেপ্তার করল পুলিশ। এবিষয়ে এখনও অধীররঞ্জন চৌধুরীর কোনও প্রতিক্রিয়া মেলেনি। জানা যাচ্ছে, বিজেপির বহু নেতার সঙ্গেও অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক প্রদীপের।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]