মার্চেই হাঁসফাঁস! দোলে ৩৫ ডিগ্রি ছুঁতে পারে তিলোত্তমার তাপমাত্রা
প্রতিদিন | ১২ মার্চ ২০২৫
নিরুফা খাতুন: মার্চের শুরুতেই গরমে হাঁসফাঁস দশা আমজনতার। বাড়ি থেকে বেরতে না বেরতেই রীতমতো গলদঘর্ম অবস্থা। দোলের আগে কি বদলাবে আবহাওয়া? আরামদায়ক আমেজ মিলবে? এসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মনে। হাওয়া অফিস সূত্রে খবর, দোলেও রীতিমতো চোখ রাঙাবে গরম। তিলোত্তমার তাপমাত্রা পৌঁছতে পারে ৩৫ ডিগ্রিতে।
হাওয়া অফিস সূত্রে খবর, আপাতত শুষ্কই থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। বাড়বে গরম। আগামী তিন দিনে কলকাতার তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। জেলায় জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৩৮ ডিগ্রিতে। অর্থাৎ একধাক্কায় তাপমাত্রা বাড়তে পারে চার ডিগ্রি। সমুদ্রে জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। দক্ষিণ ২৪ পরগনার ও পূর্ব মেদিনীপুরে এই জলোচ্ছ্বাস হতে পারে। ০.৫ থেকে ০.৬ মিটার পর্যন্ত উচ্চতা হতে পারে ঢেউয়ের। জলোচ্ছ্বাস স্থায়ী হতে পারে ১৫ থেকে ২০ সেকেন্ড। সেই কারণেই উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বিশেষজ্ঞরা।
দক্ষিণ গরমে পুড়লেও উত্তরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ, বুধবার উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেলার দিকে বাড়বে বৃষ্টির পরিমাণ। বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। আগামিকালও চলবে বৃষ্টি। উল্লেখ্য, দক্ষিণ ভারতে প্রবল বৃষ্টির আশঙ্কা। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে তামিলনাড়ু, পুদুচেরি ও করাই কালে। ভারী বৃষ্টি হবে কেরল ও মাহেতে। জম্মু-কাশ্মীর, লাদাখ ও মোজাফফরবাদে আগামী কয়েকদিনে ভারী বৃষ্টি হতে পারে বলেই খবর।