• যাদবপুর ক্যাম্পাসে এ বার পুলিশ আউটপোস্ট? লালবাজার চিঠি দিল কর্তৃপক্ষকে
    এই সময় | ১২ মার্চ ২০২৫
  • যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পুলিশ ফাঁড়ি তৈরির প্রস্তাব। কলকাতা পুলুশের সদর দফতর লালবাজার থেকে চিঠি গেল বিশ্ববিদ্য়ালয়ের কর্তৃপক্ষের কাছে। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠিতে পুলিশ আউটপোস্ট বা ফাঁড়ি তৈরির করার কথা জানানো হয়েছে। সাত দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে মতামত জানানোর কথা বলা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্মতি দিলেই তৈরি হবে আউটপোস্ট। আউটপোস্ট মানে, সেখানে ২৪ ঘণ্টাই পুলিশ থাকবে। যাদবপুর থানা থেকে ফাঁড়ি পরিচালনা করা হবে, খবর লালবাজার সূত্রে।

    ওয়েবকুপার সম্মেলনের দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়, তার অশান্তির রেশ এখনও রয়েছে। ছাত্র বিক্ষোভ, সেমেস্টার বাতিল, মিটিং-মিছিল রোজই উত্তাপ বাড়াচ্ছে ক্যাম্পাসে। কয়েক দিন আগেই বিশ্ববিদ্যালয়ে সাদা পোশাকে পুলিশ ঢোকা নিয়ে বিতর্ক দানা বাঁধে। সেই আবহে এ বার ক্যাম্পাসে পুলিশ আউটপোস্ট করতে চাইছে লালবাজার।

    সূত্রের খবর, ঠিক যে ভাবে সরকারি হাসপাতালগুলিতে পুলিশ আউটপোস্ট থাকে, সেই ভাবে ২৪ ঘণ্টা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের আউটপোস্টে পুলিশ থাকবে। সব সময় সেখানে পুলিশ আধিকারিকরা কর্তব্যরত অবস্থায় থাকবেন। আউটপোস্ট করার জন্য যে জায়গা লাগবে, তাও যাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চিহ্নিত করে দেয়, লালবাজারের চিঠিতে তারও উল্লেখ রয়েছে বলে সূত্রের খবর।

  • Link to this news (এই সময়)