ধারে বিরিয়ানি না পেয়ে দোকান মালিককে মারধরের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে নিউ টাউনের সাপুরজি এলাকায়। জানা গিয়েছে, ধারে ১০ প্যাকেট বিরিয়ানি কিনতে চেয়েছিলেন অজয় সর্দার নামে স্থানীয় এক যুবক। সেই বিরিয়ানির দাম তিনি পরে মেটাবেন বলে মালিককে জানিয়েছিলেন। কিন্তু ধারে তাঁকে বিরিয়ানি দিতে রাজি হয়নি দোকনের কর্মীরা। তাঁদের সঙ্গে বচসায় জুড়িয়ে পড়ে অজয়। অভিযোগ, দোকানের কর্মামীদের তিনি মারধর করেন। খবর পেয়ে দোকানে মালিক এসে পৌঁছন। তাঁকেও অজয় মারওওধর করেন বলে অভিযোগ। হকি স্টিক দিয়ে মেরে মালিকের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ অজয়ের বিরুদ্ধে।
অজয় সর্দারের বিরুদ্ধে স্থানীয় টেকনো সিটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। প্রায় প্রতি দিনই সন্ধেবেলা অজয় বিরিয়ানি কিনতে পৌঁছে যেতেন ওই দোকানে। দোকানের কর্মীরা জানান, বাকিতে বিরিয়ানি চাইতেন অজয়। আগে একাধিক বার তাঁকে ধারে বিরিয়ানি দেওয়া হলেও মঙ্গলবার সন্ধেবেলা দোকানের কর্মীরা ধারে ১০ প্যাকেট বিরিয়ানি দিতে অস্বীকার করেন।
অভিযোগ, এর পরই দোকানে ভাঙচুর শুরু করে অজয়। মারধর করে একাধিক কর্মীকে। এর পর দোকানের মালিক রূপম বিশ্বাস সেখানে পৌঁছলে তাঁকেও মারধর করার অভিযোগ ওঠে। হকি স্টিক দিয়ে মালিকের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে অজয়ের বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় রূপমকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর পর রাতে টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের করা হয় অজয়ের বিরুদ্ধে। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। কেন হঠাৎ ওই যুবক এমন মারমুখী হয়ে উঠলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
তথ্য সহায়তায়: প্রশান্ত ঘোষ