দোলের পর থেকেই দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি। বুধবার দুপুরে বিশেষ বুলেটিন দিয়ে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। ১৬ মার্চ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সতর্কতা জারি করা হয়েছে। তালিকায় রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর।
তাপপ্রবাহের পরিস্থিতি কখন হয়? সর্বোচ্চ তাপমাত্রা যখন ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হয় এবং স্বাভাবিক যে তাপমাত্রা তার থেকে অন্তত ৫ ডিগ্রি সেলসিয়াস উপরে থাকে, তখনই তাপপ্রবাহের কথা ঘোষণা করে আবহাওয়া দপ্তর।
আগামী ১৬ মার্চ সেই পরিস্থিতি তৈরি হতে পারে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন ধাপে ধাপে দিনের তাপমাত্রা ৩-৪ ডিগ্রি অবধি বাড়বে। স্বাভাবিকের থেকে যা ৩ থেকে ৫ ডিগ্রি বেশি থাকতে পারে।
ইতিমধ্যেই জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করছেন। তাপপ্রবাহ বা হিট ওয়েভ মানেই শুকনো গরম আর ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা। ফলে প্রচুর পরিমাণে জল, টাটকা ফল খাওয়ার পরামর্শ দিচ্ছেন তাঁরা। বাড়ির বাইরে বেরোতে হলে ছাতা, রোদচশমা সঙ্গে রাখার পরামর্শ দিচ্ছেন তাঁরা। ঢিলেঢালা সুতির পোশাকের সঙ্গে সঙ্গী হোক স্কার্ফ, পাতলা ওড়না, টুপি। নাক-মুখ ঢেকে রাস্তায় বেরোতে হবে। খুব প্রয়োজন না হলে সকাল ১১টা থেকে বিকাল ৪টে পর্যন্ত বাড়ির বাইরে না বেরোনোই ভালো।