• যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে অশান্তি, মালা রায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ, উত্তেজনা
    এই সময় | ১২ মার্চ ২০২৫
  • যাদবপুরের পর এ বার যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে বিক্ষোভ। গভর্নিং বডি-র বৈঠকে এসে আটকে পড়েন তৃণমূল সাংসদ মালা রায়। অভিযোগ, TMCP-এর একাংশের বিরুদ্ধে। এর পর পুলিশ এসে তাঁকে উদ্ধার করে। তৃণমূল ছাত্র পরিষদের দু-পক্ষের মধ্যেই অশান্তি বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। বিক্ষোভকারীদের দিকে রং ছুড়ে দেওয়ার অভিযোগ অন্য একদল ছাত্রের বিরুদ্ধে। ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়েছে। মালা বলেন, ‘ঠিক কী ঘটেছে তা আমার পক্ষে বলা সম্ভব নয়। কলেজ কর্তৃপক্ষ বলতে পারবেন।’

    সূত্রের খবর, যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের গভর্নিং বডি-র প্রেসিডেন্ট মালা রায়। এ দিন তিনি বৈঠকে যোগ দিতে ক্যাম্পাসে এসেছিলেন। কিন্তু কলেজ ক্যাম্পাসের মধ্যেই তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল ছাত্র পরিষদের একদল ছাত্র। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে একদল ছাত্রের সঙ্গে বচসা বাধে পুলিশের।

    অভিযোগ উঠছে, ক্যাম্পাসের ভিতর বহিরাগত ঢুকে গোলমাল সৃষ্টি করেছে। এই বিক্ষোভের জেরে ১৫ মার্চ পর্যন্ত যোগেশচন্দ্র চৌধুরী কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ।

    জানা গিয়েছে, ল কলেজের পড়ুয়াদের একটা বড় অংশের অনিচ্ছা সত্ত্বেও ক্যাম্পাসের ভিতর আবির খেলায় মেতে ওঠেন একদল পড়ুয়া। যাঁরা আবির খেলায় মেতে ওঠেন তাঁরা বহিরাগত বলে অভিযোগ উঠেছে। রং খেলা বন্ধের অনুরোধ জানিয়ে পড়ুয়াদের শান্ত করার চেষ্টা করে পুলিশ।

    ল কলেজের এক পড়ুয়া বলেন, ‘আজ গভর্নিং বডি-র মিটিং ছিল। মালা রায় এসেছিলেন, মিটিংও শুরু হয়েছিল। হঠাৎ করেই বহিরাগতরা প্রবেশ করে আবির খেলতে শুরু করে। আমাদেরকে হেনস্থা করার জন্যই এই অশান্তির সৃষ্টি করা হয়েছে।’

  • Link to this news (এই সময়)