• রাতারাতি তিনতলা ক্লাব, ভাঙার নির্দেশ পুরসভার
    এই সময় | ১২ মার্চ ২০২৫
  • এই সময়, বর্ধমান: অবৈধ নির্মাণ নিয়ে ফের কড়া পদক্ষেপ করল বর্ধমান পুরসভা। জিটি রোড লাগোয়া সেই আটতলা বহুতলের পর পুরসভা এ বার একটি তিনতলার ক্লাব ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে। সময় দেওয়া হয়েছে ১৫ দিন।

    বর্ধমান পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বীরহাটার এই ক্লাবের নাম নেতাজি সঙ্ঘ। ক্লাবের দোতলায় রয়েছে একটি রেস্তোরাঁও। কিন্তু বছরখানেক আগেও ক্লাবটি ছিল একতলার। সামনে ছিল স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তি। অভিযোগ, রাতারাতি মূর্তিটি অন্যত্র সরিয়ে পুরোনো ক্লাব ভবনটি ভেঙে সেখানে তিনতলা ক্লাবের নির্মাণকাজ শুরু হয়। স্থানীয় তৃণমূল কাউন্সিলার নিমাই মজুমদার এলাকার বাসিন্দাদের মারফত জানতে পারেন, পুর আইন না মেনে ক্লাবটি নতুন করে তৈরি হচ্ছে। তখন কেন ব্যবস্থা নেওয়া হয়নি? কাউন্সলারের বক্তব্য, ‘এ নিয়ে কোনও লিখিত আবেদন না পাওয়ায় সে সময়ে আমি কোনও ব্যবস্থা নিতে পারিনি।’ পরে এলাকার লোকজন বেআইনি এই নির্মাণের ব্যাপারে লিখিত ভাবে পুরসভাকে জানান।

    সম্প্রতি নবনির্মিত ওই তিনতলার ক্লাব ভবনে এসে সরজমিনে তদন্ত করে পুরসভায় রিপোর্ট দেন পুর আধিকারিকরা। সেই রিপোর্ট নিয়ে বোর্ড অফ কাউন্সিলের বৈঠকে বসেন পুরপ্রধান পরেশচন্দ্র সরকার। সেই বৈঠকে সম্মিলিত ভাবে সকলে সিদ্ধান্ত নেন, ওই ক্লাব ভবনটিকে অবৈধ ঘোষণা করে ভেঙে ফেলার নোটিস দেওয়া হোক। পুরপ্রধান বলেন, ‘আমরা ওই ক্লাবের সম্পাদক, সভাপতি–সহ অন্যান্যদের বিল্ডিং প্ল্যান বা কাগজপত্র দেখানোর কথা বলি। ওরা এ সব কিছুই দেখাতে না পারার জন্য আমরা ওঁদের নোটিস পাঠিয়ে জানিয়ে দিয়েছি, ১৫ দিনের মধ্যে এই অবৈধ নির্মাণ ভেঙে দিতে হবে। না হলে পুরসভা নিজের ক্ষমতাবলে এই বিল্ডিং ভেঙে দেবে।’

    নেতাজি সঙ্ঘের সম্পাদক সিদ্ধার্থ সামন্ত ওরফে রাজা বলেন, ‘নোটিস পেয়ে আমরা ইতিমধ্যে পুরসভায় সমস্ত কাগজপত্র জমা দিয়েছি।’ স্বামীজির মূর্তি স্থানান্তর নিয়ে সিদ্ধার্থর বক্তব্য, ‘আমাদের ক্লাবের সামনে নেতাজির একটি মূর্তি বসাব বলে স্বামী বিবেকানন্দের মূর্তিটি সরানো হয়েছে। সেটি বসানো হয়েছে শাঁখারিপুকুরের বিবেকানন্দ সঙ্ঘের সামনে।’

  • Link to this news (এই সময়)