• মুখ্যমন্ত্রী মমতার লন্ডন সফরে ছাড়পত্র কেন্দ্রের, ভাষণ দেবেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে
    এই সময় | ১২ মার্চ ২০২৫
  • মুখ্যমন্ত্রীর বিদেশ সফরে ছাড়পত্র দিল কেন্দ্র সরকার। পাঁচ দিনের সফরে লন্ডন যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২১ মার্চ লন্ডন সফরে তাঁর রওনা হওয়ার কথা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে তাঁকে। নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী নিজের জীবন সংগ্রাম থেকে রাজনীতিতে উত্থান, বাংলার নানা সামাজিক প্রকল্প, সংস্কৃতির কথা তুলে ধরবেন এই অনুষ্ঠানে। সেখানে দর্শকাসনে থাকবেন ইংল্যান্ডের প্রথিতযশা এই শিক্ষা প্রতিষ্ঠানের গবেষক ও পড়ুয়ারা।

    ২০১৫ সালে শেষবার লন্ডনে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর ঠিক পাঁচ বছর পর ২০২০ সালে অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণে আবারও লন্ডনে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু সেই অনুষ্ঠান বাতিল হয়।

    ২০২৩ সালে স্পেনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে যাওয়ার আগে তিনি অভিযোগ করেছিলেন, পাঁচ বছরে বহু আমন্ত্রণ এলেও তাঁকে বিদেশ যাত্রার অনুমতি দেওয়া হয়নি। নিয়ম মোতাবেক মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের ক্ষেত্রে বিদেশমন্ত্রক এই অনুমতি দেয়। স্পেন সফরের পর এ বার লন্ডন সফরের অনুমতি দিল কেন্দ্র।

    ২১ মার্চ কলকাতা থেকে ফ্লাইটে দুবাইয়ে যাবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই লন্ডনের উড়ান। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার পাশাপাশি বেশ কয়েক জন শিল্পপতি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের সঙ্গে বৈঠকও করার কথা তাঁর। ঠিক যেমনটা দেখা গিয়েছিল স্পেন সফরের সময়।

  • Link to this news (এই সময়)