• রাতে নিখোঁজ, সকালে বনগাঁ হাসপাতালের শৌচালয় থেকে উদ্ধার মহিলার দেহ, চাঞ্চল্য এলাকায় ...
    আজকাল | ১২ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বনগাঁ মহকুমা হাসপাতালের শৌচালয় থেকে মধ্য বয়স্ক মহিলার মৃতদেহ উদ্ধার। মহিলার দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বনগাঁ থানার পুলিশ। কীভাবে মৃত্যু হল মহিলারা, ধোঁয়াশায় তাঁর পরিবার। 

    জানা গেছে, বুধবার সকালে উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমা হাসপাতালের প্রবেশদ্বারের পাশে থাকা বনগাঁ পুরসভা পরিচালিত শৌচালয়ের মধ্যে থেকে এক মধ্য বয়স্ক মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত মহিলার নাম, চপলা হাজরা। ৪২ বছর বয়সি ওই মহিলা বাগদা থানার নাটাবেড়িয়ার বাসিন্দা ছিলেন। 

    মৃতার মেয়ে সুপ্রিয়া হাজরা বলেন, মঙ্গলবার রাতে চপলা তাঁর মেয়ের ছেলে (নাতিকে) বনগাঁ হাসপাতালে ভর্তি করেন। নাতির জন্যে গামলা কিনতে গিয়ে আর ফেরত আসেননি। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি তাঁকে। আজ সকালে শৌচালয়ের মধ্যে থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। মেয়ের দাবি,   কীভাবে মায়ের মৃত্যু হল, বুঝতে পারছেন না তাঁরা। ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ।
  • Link to this news (আজকাল)