• কারখানার গেটে জমায়েত করা যাবে না, রেয়ন কর্তৃপক্ষের ফতোয়া জারির পর ক্ষুব্ধ শ্রমিক সংগঠন...
    আজকাল | ১২ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে শ্রমিক নেতারা কারখানার গেটে বা আশেপাশে জমায়েত কিংবা মিটিং করতে পারবেন না। এমনই ফতোয়া জারি করেছে রেয়ন কর্তৃপক্ষ। প্রসঙ্গত, কুন্তিঘাট রেয়ন কারখানায় পাঁচটি শ্রমিক ইউনিয়ন বুধবার গেট মিটিং করে। 

    সিআইটিইউ নেতা কুমুদ মালো জানান, ‘‌কারখানার পাঁচটি ইউনিয়নের সম্পাদকদের নামে মামলা করেছে কর্তৃপক্ষ। কারখানার গেট ও তার আশেপাশে এই নেতারা শ্রমিকদের নিয়ে কোনও জমায়েত বা মিটিং করতে পারবেন না। রেয়ন কর্তৃপক্ষের করা মামলায় গত ২৮ ফেব্রুয়ারি শুনানি হয় আদালতে। সেই মামলা আবার মে মাসে উঠবে। এই বিষয় নিয়ে লেবার কমিশনারের ঘরে আলোচনা হয়। কমিশনার আপত্তি জানান। তা সত্ত্বেও কোম্পানি কর্তৃপক্ষ মামলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শ্রমিকদের নিয়ে ইউনিয়ন বা ইউনিয়নের নেতারা আন্দোলন করবে এটাই স্বাভাবিক। ডেপুটি লেবার কমিশনারও স্পষ্ট জানিয়েছেন এটা তাদের অধিকার। শ্রমিকরা তাদের দাবি দাওয়া নিয়ে তাদের রুজি রুটির লড়াইয়ে একত্রিত হয়ে আন্দোলন করতেই পারে। এবার তাতেও হস্তক্ষেপ করতে চাইছে কারখানা কর্তৃপক্ষ।’‌

    কারখানার শ্রমিক নগেন্দ্র প্রসাদ যাদব বলেন, মার্কেট প্রতিদিন বাড়ছে। আমাদের যা পাওনা সেটা দিচ্ছে না। এই পরিস্থিতিতে আন্দোলন ছাড়া কোনও পথ নেই। বেতন আগের থেকে কমেছে। আগে ছুটির সময় পয়সা দেওয়া হত। ২৬ শে জানুয়ারি শ্রমিকরা কাজে যায়নি বলে বেতন কেটে নেওয়া হয়েছে। এরকম চলতে থাকলে কাজে যোগ দেব না।

     রেয়ন কর্তৃপক্ষ এই বিষয়ে মুখ খোলেনি। 

     
  • Link to this news (আজকাল)