জমি ঘিরে বিবাদ, ইট-হাতুড়ি দিয়ে প্রৌঢ়কে খুনের অভিযোগ বৌদি ও ভাইপোর বিরুদ্ধে...
আজকাল | ১২ মার্চ ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ইট এবং হাতুড়ি দিয়ে আঘাত করে এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল তাঁর বৌদি ও ভাইপোর বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম, হানেফ মণ্ডল। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার চাঁদা জামতলা এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে দুই পরিবারের মধ্যে। বুধবার সকালে জমি নিয়ে হানেফ মণ্ডলের সঙ্গে ঝামেলা শুরু হয় বৌদির। পরিবারের সদস্যদের দাবি, এই ঘটনাকে কেন্দ্র করে ইয়ানুর মণ্ডল ও তাঁর মা আজিফা মণ্ডল হানেফকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তাঁর উপরে ভারী বস্তু নিয়ে চড়াও হন। মাটিতে ফেলে তাঁকে ইট ও হাতুড়ি দিয়ে আঘাত করেন মাথায়। বেধড়ক মারধরের পর হানেফ মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে এলে, ডাক্তার হানেফকে মৃত বলে ঘোষণা করেন।
ইতিমধ্যে বিষয়টি নিয়ে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেছে হানেফের পরিবার। অভিযুক্তদের শাস্তির দাবি করেছে তারা। এই ঘটনায় অভিযুক্ত ইয়ানুর এবং তাঁর মা আজিফাকে আটক করেছে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বনগাঁ থানার পুলিশ।