• ‘কাক পেখম পরলে ময়ূর হয় না’, ‘ধর্মের কার্ড’ খেলা শুভেন্দুকে মানবিকতার পাঠ মমতার
    প্রতিদিন | ১২ মার্চ ২০২৫
  • রূপায়ণ গঙ্গোপাধ্যায়: ‘কাক পেখম পরলেও ময়ূর হয়ে যায় না।’ বিধানসভায় কালো কাপড় পরে বিজেপির প্রতিবাদের পালটা এই ভাষাতেই বিরোধী শিবিরকে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে বাংলায় ধর্মের নামে বিজেপির ঘৃণ্য রাজনীতির প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী জানালেন, “আমি নিজে হিন্দু। ফলে এখানে ধর্মের নামে জালিয়াতি করবেন না।”
  • Link to this news (প্রতিদিন)