• বিধানসভা ভোটে জিততে পারবেন না তৃণমূলের কোনও হিন্দু প্রার্থী: শুভেন্দু
    হিন্দুস্তান টাইমস | ১২ মার্চ ২০২৫
  • ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে জিততে পারবেন না তৃণমূলের কোনও হিন্দু প্রার্থী। শুধুমাত্র মুসলিম প্রার্থীরাই তৃণমূলের টিকিটে জিতবেন। বিধানসভায় মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলব বলে যে মন্তব্য করেছিলেন, তার ব্যাখ্যা দিতে গিয়ে এমনই দাবি করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বুধবার বিধানসভার সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন শুভেন্দুবাবু।

    শুভেন্দু অধিকারী বলেন, ‘শংকর ঘোষ ও মনোজ ওরাওঁকে মার্শাল দিয়ে ধাক্কা মারার প্রতিবাদ করেছি। আমি বিজেন্দ্র গুপ্তর উদাহরণ দিয়েছি যিনি ২০১৪ সালে দিল্লি বিধানসভায় বিজেপির একমাত্র বিধায়ক ছিলেন। তাঁকে চ্যাংদোলা করে বিধানসভা থেকে বার করে দিয়েছিল কেজরিওয়ালের সরকার। সেই বিজেন্দ্র গুপ্ত আজ দিল্লি বিধানসভার স্পিকার। আপের যে বিধায়করা বিধানসভায় বিশৃঙ্খলা করছেন তাঁদের তিনি চ্যাংদোলা করছেন।’

    এর পরই নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে শুভেন্দু বলেন, ‘আমি বলেছি ২০২৬ সালের নির্বাচনের পর যে বিধানসভা গঠন হবে সেখানে তৃণমূলের কোনও হিন্দু বিধায়ক থাকবে না। তৃণমূলের যে কটা বিধায়ক থাকবে সবাই মুসলিম। বিজেন্দ্র গুপ্ত, শংকর ঘোষ, মনোজ ওঁরাওয়ের সঙ্গে এই স্পিকার মার্শাল দিয়ে যা করেছেন, যেহেতু ২০২৬এর নির্বাচনের পর বিধানসভায় শুধু তৃণমূলের মুসলিম বিধায়করাই থাকবেন তাই তারাও একই ভাবে…. নিউটন বলেছেন প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতধর্মী প্রতিক্রিয়া আছে।’

    মঙ্গলবার বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘‌ওঁদের তো হারাবই। আর বিজেপি ক্ষমতায় আসবে। তখন ওদের দল থেকে যে কজন মুসলিম বিধায়ক জিতে আসবে তাদের চ্যাংদোলা করে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবো।’‌
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)