• ‘‌প্রমাণ দিলে মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেব’‌, বিরোধীদের ধুয়ে দিলেন মমতা
    হিন্দুস্তান টাইমস | ১২ মার্চ ২০২৫
  • আজ, বুধবার বিধানসভার অধিবেশনে সুর চড়াতে যান বিজেপি বিধায়করা। কিন্তু ধর্ম থেকে শুরু করে রাজনৈতিক পদক্ষেপ নিয়ে শঙ্কর ঘোষ, শুভেন্দু অধিকারীদের ধুয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী বিধানসভায় দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন বিজেপি বিধায়কদের কাছে। মুখ্যমন্ত্রীর রণংদেহী মেজাজের কাছে কার্যত খড়কুটোর মতো উড়ে যায় বিজেপি বিধায়করা। বিজেপি বিধায়কদের বিরুদ্ধে বিশৃঙ্খলার অভিযোগ তুলে আজ সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা জ্যোতি বসুর আমলে রাজ্যের বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধানসভায় ভাঙচুর করার অভিযোগ তোলেন বিজেপি বিধায়করা। তখনই সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন মুখ্যমন্ত্রী।

    আজ বিধানসভায় অতীতের ভাঙচুরের প্রসঙ্গ টেনে এনে শঙ্কর ঘোষ মুখ্যমন্ত্রীর জবাব চান। তখনই ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় শঙ্কর ঘোষের উদ্দেশে বলেন, ‘‌আমি বিধানসভার চেয়ার ভাঙিনি। প্রমাণ করতে পারলে, আমি মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেব।’‌ এই কথা শোনার পরই তুমুল হট্টগোল শুরু করেন বিজেপি বিধায়করা। আর বিধানসভা থেকে ওয়াক আউট করেন। বিধানসভার বাইরে তখন কালো জামা পড়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সাসপেন্ড হওয়া বিজেপি বিধায়করা। সেটা নিজে চোখে আগেই দেখেছিলেন মুখ্যমন্ত্রী। তাই মুখ্যমন্ত্রীর টিপ্পনি, ‘‌যাঁরা কালো জামা পড়েছেন ভাল, আমি কালো রং পছন্দ করি! কিন্তু কালো জামা কাপড় পড়ে লাভ নেই, আপনারা অন্ধকারে থাকুন।’‌


    মুখ্যমন্ত্রীর এমন টিপ্পনি হজম করতে পারেননি বিজেপি বিধায়করা। তাই তাঁরা ওয়াক আউট করেন। তবে তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বক্তব্য রাখতে গেলে শঙ্কর ঘোষ–সহ অন্যান্য বিজেপি বিধায়করা তুমুল হট্টগোল শুরু করেন বলে অভিযোগ। বাংলায় হিন্দুরা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ করতেই মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দেন, ‘‌আমাদের দলেরও ৪২ জন সাংসদ লোকসভা, রাজ্যসভায় আছেন। তাঁরাও বিএ কমিটির বৈঠকে উপস্থিত থাকেন। আমি তাঁদের বারবার বলি তোমরা সব আলোচনায় অংশ নেবে। হাউস চালাতে সাহায্য করো। যখন আমরা কোনও চেয়ারে বসি, তখন আমরা সেটার প্রতি যত্নশীল থাকি।’‌

    এইসব কথা যখন মুখ্যমন্ত্রী ভরা বিধানসভায় বলছেন তখনও হট্টগোল চালিয়ে যান বিজেপি বিধায়করা বলে অভিযোগ। এই আবহে নিজের বক্তব্য থামিয়ে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌আপনারা আগে বলে নিন। কিন্তু আমি বলার সময় আশা করব আপনারা বেরিয়ে যাবেন না।’‌ তখনই বিধানসভায় মুখ্যমন্ত্রীর চেয়ার ভাঙার প্রসঙ্গ টেনে শঙ্কর ঘোষ বললেন, ‘‌আমি আশা করব আপনি স্বীকার করবেন এই বিধানসভার সদস্য না হয়েও আপনি বিধানসভা ভাঙার কাজে যুক্ত ছিলেন।’‌ তখনই মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে জানিয়ে দেন, ‘‌প্রমাণ দিতে পারলে মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেব।’‌
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)