শপথ নিয়েছিলাম সিপিএমকে তাড়াব, যে আসে আসুক, সেই সুযোগ নিয়েছেন মমতা: শুভেন্দু
হিন্দুস্তান টাইমস | ১২ মার্চ ২০২৫
বিধানসভায় তাঁকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জবাব বিধানসভার সামনে দাঁড়িয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাঁকে সাসপেন্ড করায় বিধানসভায় হাজির হতে পারছেন না শুভেন্দুবাবু। এদিন তাঁর অনুপস্থিতিতেই তাঁকে সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ওকে যত উপেক্ষা করা যায় তত ভালো। মমতার এই মন্তব্যে বিধানসভার সামনে দাঁড়িয়ে নিজের ক্ষোভ উগরে দেন শুভেন্দু। বলেন, হিন্দুরা বদলা নেবে।
এদিন শুভেন্দুবাবু বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিটা হল পেশা। আর আমার পরিবারে রাজনীতিটা হচ্ছে আদর্শ ও নেশার ওপরে দাঁড়িয়ে। আমার পরিবারের লোক ব্রিটিশের জেলে ছিল। ও কোথায় ছিল? কে চেনে ওকে? ও জীবনে মুখ্যমন্ত্রী হত না নন্দীগ্রাম না হলে। টাটাকে তাড়িয়েছে। একটা আদ্যপ্রান্ত চোর পরিবার কোটি কোটি টাকা। আকাশে থাকে। রাজনীতি না করলে ওর চলবে না। আর আমি ২০১১র আগে শপথ নিয়েছিলাম সিপিএমকে তাড়াব। যে আসে আসুক। সেই সুযোগ আপনি নিয়েছেন। আজ বলে গেলাম, হিন্দু বিরোধী সরকার একে আমার তাড়াব। বদলা আমরা নেব। হিন্দুরা বদলা নেবে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারবে।’ শুভেন্দুবাবু বলেন, ‘আমাকে যত উপেক্ষা করবে তত ওনাকে হারাতে সুবিধা হবে।’
এদিন বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণকে ঘিরে ধুন্ধুমার বাঁধে। মমতা বলতে শুরু করতেই ব্যানার হাতে তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা। এর পর ওয়াকআউট করেন তাঁরা।