বিয়ের আসরে বরের অলক্ষ্যে জুতো ‘চুরি’ করে নেন কনের বাড়ির লোকজন। সেই জুতো ফিরিয়ে দেওয়ার অছিলায় বরের কাছ থেকে আদায় হয় মোটা অঙ্কের টাকা। এই মজার রীতি আজও দেখা যায় অনেক বিয়েবাড়িতে। তবে, জুতো লুকিয়ে দোকানের ক্যাশ বাক্স-এর টাকা চুরির ঘটনা শুনেছেন? সেরকমই ঘটনা ঘটল হুগলির হিন্দমোটরে। পুরো বিষয়টি ধরা পড়েছে সিসিটিভিতে। তদন্তে নেমেছে পুলিশ।
হিন্দমোটর বিবি স্ট্রিটে ওষুধের দোকান মনোজ মুখোপাধ্যায়ের। বুধবার সকালে তাঁর বাবা বিপ্লব মুখোপাধ্যায় দোকান খোলেন। একজন ক্রেতা আসেন। বিভিন্ন ধরনের ওষুধ দেখে চলে যান। দোকান ঝাঁট দেওয়ার সময় বাইরে বেরিয়ে বৃদ্ধ দেখেন, দোকানের সামনে খুলে রাখা তাঁর একপাটি জুতো গায়েব।
ঠিক সেই সময়ে এক যুবক এসে তাঁকে বলেন, ‘কুকুরে জুতো নিয়ে গিয়েছে।’ যুবকের কথা মেনে বৃদ্ধ জুতো খুঁজতে যান দোকান ফাঁকা রেখে। যুবকটি তাঁর পিছু নেয়। ফাঁকা দোকানে ঠিক সেই সময়ে ঢুকে পড়ে আগের সেই ব্যক্তি। দোকানে ঢুকে ক্যাশ বাক্স থেকে নগদ টাকা নিয়ে চম্পট দেয় সে। দোকানে ফিরে এসে মাথায় হাত বৃদ্ধের। সিসিটিভি ফুটেজ চেক করতেই প্রকাশ্যে আসে চুরির গ্যাংয়ের কেরামতি।
দোকান মালিক মনোজ মুখোপাধ্যায় বলেন, ‘একটা গ্যাং এই কেপমারি করছে। সকালে বাবা দোকান খুলতে আসেন। ওষুধ কেনার অছিলায় ক্যাশ বাক্স কোথায় সেটা দেখে যায় একজন। আরেক জন এসে জুতো সরিয়ে নেয়। আরেক জন এসে বলে কুকুরে জুতো নিয়ে গিয়েছে। তারপর বাবা দোকান ফাঁকা রেখে জুতো খুঁজতে যেতেই চুরি করে নেওয়া হয়।’ ওষুধের দোকানের ক্যাশ বাক্সে প্রায় হাজার দশেক টাকা ছিল বলে জানান দোকান মালিক।
খবর দেওয়া হয় হিন্দমোটর থানায়। পুলিশ এসে বিষয়টি খতিয়ে দেখে। পুলিশ জানিয়েছে, সিসিটিভি দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে। শীঘ্রই অভিযুক্তদের ধরা হবে বলে জানিয়েছে পুলিশ।