পলাশের বনে দাউদাউ করে জ্বলছে আগুন। বুধবার দুপুরে হঠাৎ আগুন লেগে যায় পুরুলিয়ার হুড়া থানা এলাকার ফুফুন্দিতে। অল্প সময়ের মধ্যেই তা ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়। আগুনে ব্যাপক ক্ষতি হয়েছে ফুল ভর্তি বহু পলাশ গাছের।
স্থানীয় সূত্রে খবর, প্রায় কুড়ি বিঘে এলাকা আগুনে পুড়ে গিয়েছে। তবে ওই জঙ্গলে কোনও পশুপাখি না থাকায় কোনও বন্যপ্রাণের হতাহতের খবর নেই। আগুন লাগার ঘটনা প্রথমে নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। তাঁরাই খবর দেন বনদপ্তরকে। জানা গিয়েছে ক্ষতিগ্রস্ত জমির অনেকটাই চাষের।
জঙ্গলমহল এই মুহূর্তে পলাশ ফুলে ভর্তি। পুরুলিয়ার পলাশ দেখতেই বেশি ভিড় জমান প্রকৃতিপ্রেমী লোকজন। এই অঞ্চলে মূলত কমলা রঙের পলাশই বেশি দেখতে পাওয়া যায। তবে রয়েছে বেশ কিছু হলুদ ও সাদা পলাশ গাছও। এই ফুলই জানান দেয় ‘বসন্ত এসে গেছে’। কিন্তু মরশুমি সময়ে পলাশের বনে আগুন লাগায় মনখারাপ পরিবেশপ্রেমীদের।
উল্লেখ্য়, এই প্রথমবার পুরুলিয়ার পলাশ গাছ রক্ষা করতে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে জেলা পুলিশ। কড়া নজদারি চালাচ্ছে পুলিশ, যাতে পলাশ দেখার নামে যত্রতত্র গাছের ডাল ভাঙা অথবা ফুল না ছিঁড়তে পারেন পর্যটকরা। সেই কারণেই জঙ্গলমহলের বিভিন্ন এলাকাতে বসানো হয়েছে জেলা পুলিশের কিয়স্ক।
তথ্য সহায়তায়: সঞ্চিতা মুখোপাধ্যায়