• রেশন পান, দোকান চালান ‘মৃত’ সুবল
    এই সময় | ১২ মার্চ ২০২৫
  • এই সময়, কাকদ্বীপ: তিনি এখনও জীবিত, অথচ ভোটার তালিকা থেকে তাঁর নাম বাতিল হয়ে যাওয়া ঘিরে শোরগোল কাকদ্বীপে। 'মৃত' ব্যক্তির নাম সুবল পাত্র (৫৫)। বাতিল হয়ে যাওয়া ভোটার কার্ডে তাঁর ঠিকানা কাকদ্বীপের বিদ্যানগরের গণেশপুর। এমনকী সুবলের রেশন কার্ড, আধার কার্ড এবং প্যান কার্ডও রয়েছে। ভোটার তালিকায় সুবলের নাম না থাকলেও তাঁর স্ত্রী এবং দুই ছেলের নাম রয়েছে। এখনও তিনি দিব্যি রেশন পান।

    জানা গিয়েছে, ২০০৪ সালের লোকসভা নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে আচমকা সুবলের নাম বাদ যায়। তার পর থেকে তিনি আর কোনও ভোট দিতে পারেননি।

    প্রশাসনের আধিকারিকরা তথ্য যাচাইয়ের সময় সব কাগজপত্রও দেখেছেন। কিন্তু তাতেও কোনও সুরাহা হয়নি। ভোটার তালিকায় নতুন করে নাম সংযুক্ত করে দেওয়ার আশ্বাস মিলেছে সরকারি আধিকারিকদের কাছ থেকে। বর্তমানে পরিবার নিয়ে সুবল কাকদ্বীপের স্টিমারঘাট রাইসমিল এলাকায় বাস করেন। কাকদ্বীপ বাজারে ছোট একটি দোকান আছে তাঁর। কিন্তু ভোটার তালিকায় দীর্ঘ কুড়ি বছর ধরে 'মৃত' হয়ে রয়েছেন সুবল।

    সুবল পাত্র বলেন, ‘ভোটার তালিকা থেকে আচমকা আমার নাম বাতিল হয়ে গিয়েছিল বাম আমলের শেষের দিকে। ২০০৪ সালের লোকসভা ভোটে ভোট দিতে গিয়ে জানতে পারি, ভোটার তালিকায় আমি মৃত। বেশ কয়েকবার প্রশাসনের দ্বারস্থ হয়েছি। কিন্তু সরকারি সব সুযোগ সুবিধা পেলেও, ভোটের দিন ঘরে বসেই কাটাতে হয়।’

    কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সত্যব্রত মাইতি বলেন, ‘বিষয়টি আমাদের নজরে ছিল না। অবশ্যই খোঁজ নিয়ে দেখবো। সুবল এই দেশের নাগরিক। ভোটার তালিকায় তাঁর নাম সংশোধন না হওয়ার কোনও কারণ আমরা দেখছি না।’

  • Link to this news (এই সময়)