• ফাইনাল ম্যাচ দেখাকে কেন্দ্র করে উত্তরবঙ্গ মেডিক্যালে ফিরছে ‘থ্রেট কালচার’? ঘেরাও ডিন, আন্দোলনে ছাত্রছাত্রীরা
    এই সময় | ১৩ মার্চ ২০২৫
  • আর জি কর কাণ্ডের সময় থেকে রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে একটা শব্দবন্ধ নিয়ে বিপুল চর্চা হয়েছে এবং এখনও হয়ে চলেছে… ‘থ্রেট কালচার’। মহিলা প্রশিক্ষণার্থী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার পর জুনিয়র চিকিৎসকরা অভিযোগ করেছিলেন, রাজ্যের প্রায় প্রতিটি সরকারি হাসপাতালেই এই থ্রেট কালচার চলছে। আর তারই শিকার হয়েছেন ওই মহিলা প্রশিক্ষণার্থী চিকিৎসক। এ বার ফের সেই বহুল চর্চিত থ্রেট কালচার ফিরিয়ে আনার চেষ্টার অভিযোগ উঠল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে।

    অবশ্য এই ক্ষেত্রে আবহটা একেবারে আলাদা। নেপথ্যে রয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। গত রবিবার এই ফাইনাল খেলা হয়েছে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে। টানটান উত্তেজনার ম্যাচে শেষ পর্যন্ত জিতেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। এই জয় নিয়ে উচ্ছ্বসিত সারা দেশের ক্রিকেট প্রেমীরা। দেশের বিভিন্ন জায়গায় এই ফাইনাল ম্যাচ দেখার আয়োজন করা হয়েছিল। বাদ যায়নি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালও।

    কর্তৃপক্ষের অভিযোগ হাসপাতালের লেকচার হলে এই ফাইনাল ম্যাচ দেখার বন্দোবস্ত করেছিলেন এক ইনটার্ন। আর সেই কারণে কর্তৃপক্ষের কোপে পড়েছেন তিনি। তাঁকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। আর এই ঘটনার জেরে বুধবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে বিক্ষোভে নেমেছেন ছাত্রছাত্রীরা। এ দিন ডিন অনুপম নাথ গুপ্তকে ঘেরাও করা হয়। আন্দোলনকারীদের প্রশ্ন, খোদ স্বাস্থ্যমন্ত্রী যেখানে ছাত্রছাত্রীদের স্ট্রেস বা চাপ কমানোর উপর জোর দিচ্ছেন, সেখানে লেকচার হলে বসে ক্রিকেট খেলা দেখানোর ব্যবস্থা করায় কেন একজন ইনটার্নকে শোকজ করা হবে?

    অন্য দিকে ডিন বলেছেন, ‘মেডিক্যাল কলেজে আরও অনেক ঘর রয়েছে, যেখানে এই ধরনের অ্যাক্টিভিটি করা যায়। লেকচার হল নোংরা হলে পরিস্কার করা সমস্যার বিষয় হয়ে দাঁড়ায়। সেই কারণেই ওই ইনটার্নকে ডেকে ঘটনাটি সম্পর্কে জানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ এরই প্রেক্ষিতে আন্দোলনকারীরা দাবি করেছেন, কর্তৃপক্ষ মেডিক্যাল কলেজে ফের থ্রেট কালচার ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে।

    (তথ্য সহায়তা: সঞ্জয় চক্রবর্তী)

  • Link to this news (এই সময়)