আগেই মাউন্ট এভারেস্ট জয় করেছেন চন্দননগরের পিয়ালি বসাক। তিনি জয় করেছেন মানাসুলু, ধৌলাগিরি, লোৎসে, অন্নপূর্ণা, মাকালু পর্বত শৃঙ্গও। এখানেই থেমে থাকতে চান না তিনি। কারণ পাহাড় তাঁকে বারেবারে হাতছানি দেয়। তাই আবার আট হাজারের বেশি উচ্চতার দুটি শৃঙ্গ জয়ের লক্ষ্য নিয়ে বেরোচ্ছেন ‘পাহাড় কন্যা’। এ বার তাঁর লক্ষ্য চো ইউ ও শিশাপাংমা শৃঙ্গ। চিনের উত্তর দিকের প্রান্ত দিয়ে এই দুটি শৃঙ্গ জয় করার লক্ষ্য তাঁর। পিয়ালি জানিয়েছেন, এ বার কৃত্রিম অক্সিজেন ছাড়া এই অভিযান শেষ করতে চান তিনি।
২০২২ সালের ২২ মে এভারেস্ট জয় করেন চন্দননগরের পর্বতারোহী পিয়ালি বসাক। সেই বছরই অক্টোবর মাসে, তিব্বতের দক্ষিণ দিক দিয়ে চৌ ইউ শৃঙ্গ জয়ের অভিযানে বেড়িয়েছিলেন পিয়ালি। সেই বার ওই পাহাড়ে অনেকটা উঠেও সফল হতে পারেননি তিনি। তুষার ঝড়ের কারণে তাঁকে ফিরে আসতে হয়েছিল। তাই এ বার উত্তর দিক দিয়ে ওই শৃঙ্গ জয় করতে চাইছেন পিয়ালি।
দুই বছর আগে তিনি জয় করেছিলেন মাকালু এবং অন্নপূর্ণা। আট হাজারের কম উচ্চতার অন্তত ৭টি শৃঙ্গ জয় করেছেন। এখন পর্যন্ত ১৫টি অভিযানের অনেকগুলি শৃঙ্গই জয় করেছেন কৃত্রিম অক্সিজেন ছাড়াই। পিয়ালির দাবি, এতে কোনও সমস্যা হয়নি তাঁর। তবে, আগের বার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মাসাধিক কাল নেপালের কাঠমান্ডুর হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
চন্দননগরের এই পর্বতারোহী জানিয়েছেন, কৃত্রিম অক্সিজেন ছাড়াই ২৭ হাজার ফুট উচ্চতার চো ইউ এবং ২৬,৩০০ ফুট উচ্চতার শিশাপাংমা জয় করার লক্ষ্য নিয়ে বেরোবেন তিনি। পরিবেশ ও বিশ্ব শান্তির বার্তা নিয়ে এই অভিযানে তিনি বের হবেন আগামী মাসের ৭ তারিখে। অভিযান শেষ করতে সময় লাগবে প্রায় ২ মাস। এ বারও তিনি সফল হবে বলেও নিশ্চিত পিয়ালি। তবে তাঁর চিন্তা শুধুমাত্র খরচ নিয়ে।
এই ধরনের অভিযানে প্রচুর অর্থ লাগে। এ বারের দুটি শৃঙ্গে উঠতে চল্লিশ লক্ষ টাকা প্রয়োজন। এর মধ্যে ‘ব্যাঙ্ক এনডোসমেন্ট’ হিসাবে একটি বেসরকারি ব্যাঙ্ক ২০ লক্ষ টাকা স্পন্সর করছে। বাকি টাকা তোলার জন্য পিয়ালির ভরসা ‘ক্রাউড ফান্ডিং’। তাঁর দাবি, এ বারও অনেক মানুষ তাঁকে অর্থ সাহায্য করার জন্য এগিয়ে আসছেন। তাঁদের উৎসাহ এবং ভালোবাসার জোরেই আবার সফল হতে পারবেন তিনি।