রাস্তায় গাড়ি-বাইকের ঠোকাঠুকি। তা থেকেই শুরু বচসা। সামান্য হাতাহাতিও হয়। কিন্তু সেই রাগ থেকে গাড়ি-বাইকের রেষারেষি। আর তার জেরেই দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক চালকের। সল্টলেকে মঙ্গলবার রাতে এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে। মৃতের নাম আইয়াজ হোসেন (২৮), তাঁর বাড়ি কাশীপুরে।
প্রথমে এ দিন রাতে, সল্টলেকের ১২ নম্বর ট্যাঙ্কের কাছে একটি চারচাকা গাড়িতে ধাক্কা মারে একটি মোটরবাইক। বাইকের ধাক্কায় বেশ কিছুটা ক্ষতি হয় গাড়িটির। সেই ঘটনাটিকে কেন্দ্র করে বাইক চালকের সঙ্গে গাড়ি চালকের বচসা হয়। অভিযোগ, সেই সময়ে বাইক চালককে মারধরও করা হয়। তার পরে বাইক চালক তার বাইক চালিয়ে বেরিয়ে যান। তখনই তাঁর পিছু নেয় গাড়িটি। অভিযোগ, বেশ কিছুক্ষণ দ্রুতগতিতে বাইকটিকে ধাওয়া করেন গাড়িচালক। মনে করা হচ্ছে গাড়িটি ধাক্কা মারতে পারে এই আশঙ্কায় জোরে বাইক চালাচ্ছিলেন বাইক চালক। তখনই সল্টলেক ১২ নম্বর ট্যাঙ্কের কাছে বাইকের চাকা পিছলে যায়। রাস্তায় ছিটকে পড়েন বাইক চালক আইয়াজ হোসেন। তখনই ব্রেক কষে গাড়ি থামিয়ে দেন চারচাকা গাড়ির চালক। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় বাইক চালক আইয়াজ হোসেনকে। সেখান থেকে এনআরএসে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই মারা যান তিনি। চার চাকার চালককে গ্রেপ্তার করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।
গাড়ি-সহ গাড়িচালক পীযূষ আগরওয়ালকে গ্রেপ্তার করে দক্ষিণ বিধান নগর থানার পুলিশ। তার বিরুদ্ধে ১০৬(১) অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে ধৃতকে বিধাননগর আদালতে পেশ করা হয়।