আজকাল ওয়েবডেস্ক: মন্দিরে চুরি। জানা গেছে গত রবিবার সবাই যখন চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল দেখতে ব্যস্ত। ঠিক তখনই চুরির ঘটনা ঘটে কোন্নগরের বাটা মোড় সংলগ্ন সিদ্ধেশ্বরী কালী মন্দির ও স্থানীয় একটি শনি মন্দিরে। পুলিশ সূত্রে খবর, চোরেরা মন্দিরের প্রণামী বাক্স ভেঙে নগদ টাকা ও কিছু পুরনো কয়েন চুরি করে পালায়। ঘটনার খবর পেয়েই তল্লাশি অভিযান শুরু করে উত্তরপাড়া থানার পুলিশ। চুরির ঘটনায় যুক্ত সন্দেহে এক জনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। ধৃতের নাম সৌমেন চৌধুরি (২৮)। ধৃত যুবক নবগ্রামের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে ওই যুবক পিছনে একটি ব্যাগ নিয়ে সাইকেলে করে পালাচ্ছিল। যুবকের পথ আটকায় পুলিশ। সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালাতেই তালা ভাঙার যন্ত্র উদ্ধার হয়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে ধৃত যুবক দুটি মন্দিরে চুরির ঘটনায় যুক্ত থাকার কথা স্বীকার করেছে। ধৃতের কাছ থেকে নগদ টাকা, বেশ কয়েকটি কয়েন ও প্রতিমার গলার হার উদ্ধার করা হয়েছে।