• দফায় দফায় ছাত্র সংঘর্ষ, ক্রিকেট ম্যাচ দেখানো ঘিরে উত্তাল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ...
    আজকাল | ১৩ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: রণক্ষেত্র উত্তরবঙ্গ  মেডিক্যাল কলেজ ও হসপিটাল। এক ছাত্রকে শোকজ নিয়ে দুই শিবিরের মধ্যে তুমুল সংঘর্ষ কলেজ চত্বরে। যার আঁচ পড়ল অধ্যক্ষের উপরেও। তাঁর গাড়ি ঘিরে রীতিমতো সংঘর্ষ চলতে থাকে।

    জানা গিয়েছে, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হসপিটালে ক্রিকেট ম্যাচ দেখানোকে কেন্দ্র করে শোকজ করা হয় এক ছাত্রকে। বুধবার দুপুরে এর বিরোধিতা করে কলেজের ডিনকে ঘিরে বিক্ষোভ দেখান অন্যান্য ছাত্র-ছাত্রীরা। জানা গিয়েছে, গত ৯ মার্চ হাসপাতালে একটি থিয়েটার হলে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে ফাইনাল ম্যাচ দেখার ব্যবস্থা করা হয়েছিল। 

    অভিযোগ, ওই কলেজের ছাত্র সানি মান্নাকে একটি শোকজ চিঠি পাঠানো হয়েছে যেখানে তাঁকে জিজ্ঞেস করা হয়েছে কার অনুমতিতে তিনি ওই থিয়েটার হল খুলিয়েছেন। সানি ও ছাত্র-ছাত্রীদের বক্তব্য, এই খেলা দেখানোর জন্য ৭ মার্চ ডিনকে একটি চিঠি দেওয়া হয়েছিল। তার উত্তর না পেয়ে অধ্যক্ষকে বিষয়টি জানানো হয়। পরবর্তী সময়ে অধ্যক্ষ ফোনে ওই থিয়েটারে খেলা দেখানোর অনুমতি দেন। তার পরেও কেন সানিকে শোকজ করা হলো এই নিয়েই প্রশ্ন তোলেন ছাত্রছাত্রীরা। পাশাপাশি ডিনকে ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা।
  • Link to this news (আজকাল)