মৃত্যুর মুখ থেকে সন্তানকে ফিরিয়ে আনতে মায়ের প্রাণপণ চেষ্টা, পাশে আই সি এইচ...
আজকাল | ১৩ মার্চ ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বিশ্ব কিডনি দিবসের প্রাক্কালে আজ, ১২ই মার্চ, ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ (আই সি এইচ) আয়োজিত শিশু কিডনি সচেতনতার (রাইসিং অ্যাওয়ারনেস অন পেড্রিয়াটিক কিডনি হেলথ) বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাজের শিশুদের মধ্যে কিডনি সংক্রান্ত রোগের ভয়াবহতা বাড়ছে, যা তাদের ভবিষ্যৎকে অন্ধকারাচ্ছন্ন করছে। অনেক সময় কিডনি প্রতিস্থাপন অথবা ডায়ালাইসিস করিয়ে শিশুদের চিকিৎসা করতে হচ্ছে, যা তাদের পরিবারের জন্য অত্যন্ত ভয়াবহ অভিজ্ঞতা।
সাম্প্রতিককালে, ২৮শে ফেব্রুয়ারি, ঢাকুরিয়ায় রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের উপস্থিতিতে পালিত হয়েছিল 'বিশ্ব রেয়ার ডিজিজ ডে'। সেই ধারাবাহিকতায় আজ বিশ্ব কিডনি দিবসের আগের দিন শিশু কিডনি রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে আয়োজন করা হয়েছিল এই বিশেষ অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন আই সি এইচ-এর শিশু কিডনি বিভাগের বিশেষজ্ঞরা।
অনুষ্ঠানে উপস্থিত ডঃ সংযুক্তা পোদ্দার শিশুদের সুরক্ষার বিষয়ে বলেন, "শিশুদের আরও বেশি করে যত্ন নিতে হবে। বাইরের ফাস্টফুড এড়িয়ে চলতে হবে। বিশেষ করে, চিপস ও কোল্ড ড্রিংকস জাতীয় খাবার না খাওয়াই ভালো।"
ডঃ রাজীব সিনহা জানান, "এই আয়োজনের মূল উদ্দেশ্য শিশুদের মধ্যে কিডনিজনিত রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং তাদের সঠিক চিকিৎসা দেওয়া। কিডনির সমস্যাগুলি যাতে প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে এবং চিকিৎসা সঠিকভাবে হয়, সেটাই আমাদের লক্ষ্য।"
অনুষ্ঠানে উপস্থিত এক শিশুর মা পারভীন, যিনি বর্ধমান থেকে এসেছেন, তার ৬ বছরের মেয়ের চিকিৎসার জন্য প্রতিদিন কলকাতার আই সি এইচ-এ আসেন। তিনি বলেন, "ডাক্তাররা খুব সহযোগিতা করছেন, মেয়ের ডায়ালাইসিস চলছে, তবে কিডনি পরিবর্তন ছাড়া আর কোনো উপায় নেই। অর্থনৈতিক অসুবিধার কারণে আমরা তা করতে পারছি না। রাজ্য সরকার যদি সাহায্য করে, তবে আমার মেয়েকে বাঁচানো সম্ভব হবে।"