অয়ন ঘোষাল: দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা বেড়েই চলেছে। উইকণ্ডে গরম চরমে তাপপ্রবাহের সতর্কবার্তা। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে উপরের পাঁচ জেলায়। উইকেন্ডে দাবদাহে জ্বলবে দক্ষিণবঙ্গ। রবিবার তাপপ্রবাহের সতর্কবার্তা দক্ষিণবঙ্গে। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান এই চার জেলাতে তাপপ্রবাহ চলবে। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বা তার বেশি থাকবে এই চার জেলার তাপমান।
দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও রবিবার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। ইতিমধ্যে কলকাতা ৩৩ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে গেছে। অন্যদিকে, পশ্চিম বর্ধমানের পানাগরে ৩৬ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে গেছে তাপমান। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার এবং বাঁকুড়ার তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। কলাইকুন্ডা ও পুরুলিয়াতেও তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস পেরিয়েছে।
উত্তর ও উত্তর পশ্চিমের গরম হওয়ার প্রভাবে লু বইবে ওড়িশা এবং ঝাড়খণ্ডে। তার প্রভাব পড়বে বাংলার কয়েকটি জেলাতে। উত্তরবঙ্গে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা আজ কাল পরশু। শুক্রবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে দমকা ছোট বাতাস এবং বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা।
বুধবার ও বৃহস্পতিবার হালকা ঝড় বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর জেলার কিছু অংশে। শুক্রবারেও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং ও কালিম্পং বৃষ্টি চলবে শনি ও রবিবারেও।