• তৃণমূলে ফেরার পথে বাধা অজানা 'মেঘ'! শোভনের মন্তব্যে জল্পনা তুঙ্গে...
    ২৪ ঘন্টা | ১৩ মার্চ ২০২৫
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: সক্রিয় রাজনীতিতে ফেরার পথে বাধা 'মেঘ'! 'যেদিন আকাশ পরিষ্কার হয়ে যাবে, সেদিন  তারা দেখতেই পাবেন', বললেন শোভন চট্টোপাধ্যায়। 'মেঘ' বলতে কী বোঝাতে চাইছেন? জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে।

    একসময়ে কলকাতার মেয়র ছিলেন শোভন। সঙ্গে একাধিক দফতরের মন্ত্রী, তৃণমূল দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতিও। কিন্তু সেই শোভন এখন সক্রিয় রাজনীতি থেকে দূরে! স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। বেহালার পৈতৃক বাড়ি ছেড়ে বান্ধবী বৈশাখীকে নিয়ে গোলপার্কের ফ্ল্য়াটে থাকেন কলকাতার প্রাক্তন মেয়র।

    আজ, বুধবার নারদা মামলায় হাজিরা দিতে কোর্টে এসেছিলেন শোভন। সক্রিয় রাজনীতিতে কবে ফিরছেন? কোর্ট থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'যেদিন আকাশে, সত্যি কথা বলতে পরিষ্কার আকাশ হয়ে যাবে, সেদিন তারা দেখতেই পাবেন'। আকাশ পরিষ্কার হচ্ছে না কেন? শোভনের জবাব, 'পরিষ্কার হচ্ছে না কেন, আবহবিদদের কাছে দিয়ে জিজ্ঞেস করুন'। সঙ্গে মন্তব্য, 'বৈশাখ, জৈষ্ঠ্য, আয়াঢ়, শ্রাবণ করে যেমন আসে, নির্দিষ্ট সময়ে সেই আকাশের ভাবটাও কিন্তু পালটায়'।

    এর আগে, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন শোভন ও তাঁর বান্ধবী বৈশাখী। কিন্তু নতুন দলে মানিয়ে নিতে পারেননি একেবারেই। শেষে একুশের বিধানসভা ভোটে বিজেপি ভরাডুবির পর পদ্মশিবিরের সঙ্গে সম্পর্কে ইতি টানেন দু'জনেই।  দীর্ঘদিন ধরেই শোভনের তৃণমূলে ফেরার নিয়ে জল্পনা চলছে।

  • Link to this news (২৪ ঘন্টা)