• কেমিক্যাল রং নয়, ভেষজ আবিরেই রঙিন হোক দোল উৎসব, বার্তা বসিরহাটের লেডিস ক্লাবের
    প্রতিদিন | ১৩ মার্চ ২০২৫
  • গোবিন্দ রায়, বসিরহাট: আগামী শুক্রবার দোল। তবে প্রাক দোলে মাতোয়ারা বসিরহাটের লেডিস ক্লাব। প্রতি বছরের মতো এবারও ক্লাবের সদস্যরা আবিরের রঙিন হলেন। বার্তা দিলেন, কেমিক্যাল রং নয়। ভেষজ আবির দিয়েও দোল উৎসবকে আরও রঙিন করতে।

    বসিরহাটের লেডিস ক্লাব যথেষ্ট পরিচিত। এই মুহূর্তে সেই ক্লাবের সদস্যা সংখ্যা প্রায় দুশো জন। মঙ্গলবার এলাকারই একটি বাগানবাড়িতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাচ, গান, আবৃত্তি পরিবেশন করা হয় সেখানে। বীরভূমের সোনাঝুড়ি হাটের আদলে একটি জায়গাও ছিল। সেখানে হাতের তৈরি জিনিসপত্রের পসরা সাজিয়ে বসেছিলেন অনেকে। এভাবেই বসন্ত উৎসবে মেতে ওঠেন সকলে। আবিরে রাঙিয়ে দেন একে অপরকে। এবার এই অনুষ্ঠান সাত বছরে পড়ল। তবে কিছুটা আক্ষেপও রয়েছে ক্লাবের সদস্যাদের মধ্যে।

    গত ছয়বছর ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ভেষজ আবির আনা হত। কিন্তু এখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা চলছে। সেজন্য আর সেখানে যাওয়া হয়নি। টাকি গভর্মেন্ট কলেজে ভেষজ আবির তৈরি হয়। সেখান থেকেই এবার আবির আনা হয়েছে। উদ্যোক্তা অমৃতা পাঠক বলেন, “প্রতি বছর প্রায় দুই শতাধিক সদস্য সংখ্যা হয়। এবার অনেকটাই কমেছে। কেমিক্যাল যুক্ত রঙ না ব্যবহার করে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে ভেষজ রং ব্যবহার করুন। তাতে শারীরিকভাবে সুস্থ থাকবেন। পাশাপাশি শিশুদেরও রং মাখতে কোনও অসুবিধা হবে না।”
  • Link to this news (প্রতিদিন)