• সেমিনার হলে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল দেখায় ইন্টার্নকে শোকজ! প্রতিবাদে ডিনকে ঘিরে বিক্ষোভ, উত্তরবঙ্গ মেডিক্যালে তুলকালাম
    প্রতিদিন | ১৩ মার্চ ২০২৫
  • অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: সেমিনার হলে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ দেখার ‘শাস্তি’। ইন্টার্নকে শোকজের প্রতিবাদে ডিনকে ঘেরাও। হবু ডাক্তারদের দ্বিপাক্ষিক লড়াইতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তুমুল উত্তেজনা। বুধবার দুপুরে প্রথমে হাসপাতালে নিজের কক্ষে এবং পরে সন্ধ্যায় গাড়িতে ঘেরাও ডিন। তাঁর পদত্যাগের দাবিতে সরব বেশ কয়েকজন।

    গত রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ ছিল। ওইদিন সেমিনার হলে ম্যাচ দেখার আয়োজন করে পড়ুয়াদের একাংশ। অনুমতি চেয়ে প্রথমে ডিন অনুপমা নাগের কাছে চিঠি পাঠান পড়ুয়ারা। তবে সে চিঠির কোনও উত্তর পাননি। এরপর প্রিন্সিপালকে বিষয়টি জানানো হয়। তবে তিনি এই বিষয়ে কোনও উত্তর দেননি। তাই ফাইনাল ম্যাচের দিন প্রিন্সিপালকে ফোন করেন পড়ুয়ারা। তিনি ফোনে খেলা দেখার অনুমতি দেন বলেই দাবি আয়োজকদের। সেইমতো ফাইনাল ম্যাচ দেখা হয়। এরপর এক ইন্টার্নকে শোকজ করা হয়। তারই প্রতিবাদে বুধবার মেডিক্যাল কলেজ চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করে পড়ুয়াদের একাংশ। ডিনকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

    বিকেল পাঁচটার পর পড়ুয়াদের বাধা পেরিয়ে নিজের গাড়িতে ওঠেন ডিন অনুপমা নাগ। সেই সময় গাড়ি ঘেরাও করে বিক্ষোভকারী। বনেটে উঠে বিক্ষোভ দেখাতে শুরু করে। ডিনের পদত্যাগের দাবিতে স্লোগান উঠতে থাকে। পালটা একদল পড়ুয়া ‘ডিন জিন্দাবাদ’ বলতে থাকেন। দুপক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি। এক ছাত্র সামান্য জখমও হন। আপাতত পড়ুয়াদের বিক্ষোভের জেরে গাড়িতেই আটকে রয়েছেন ডিন।
  • Link to this news (প্রতিদিন)