‘বহিরাগত’ অনুপ্রবেশেই ক্যাম্পাসে অশান্তি, হাই কোর্টের দ্বারস্থ যোগেশচন্দ্র কলেজের পড়ুয়া
প্রতিদিন | ১৩ মার্চ ২০২৫
গোবিন্দ রায়: কলেজ ক্যাম্পাসে বারবার বহিরাগতদের প্রবেশ নিয়ে অভিযোগে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। বুধবারও আগাম দোল উৎসব পালনে সেই একই অশান্তির সাক্ষী রইল দক্ষিণ কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী কলেজ। আর এদিনের অশান্তির জেরে ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন এক ছাত্র। কলেজের নিরাপত্তা বাড়াতে সিসিটিভির নজরদারি বৃদ্ধি হোক, বহিরাগতদের অনুপ্রবেশ আটকাতে হাই কোর্ট নির্দেশ দিক, এই আবেদন জানান তিনি। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি। বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা।
গত মাসে সরস্বতী পুজো করা নিয়েও যোগেশচন্দ্র কলেজের পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছিল। যোগেশচন্দ্র ডে কলেজ ও আইন কলেজের পড়ুয়াদের মধ্যে মতান্তরের জেরে পুজো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। অভিযোগ ওঠে, বহিরাগতরা ঢুকে কলেজের পুজো আটকাতে চাইছে। এই মামলায় হস্তক্ষেপ করতে হয়েছিল হাই কোর্টকে। পরিস্থিতির গুরুত্ব বুঝে হাই কোর্ট নির্দেশ দেয়, কলকাতা পুলিশের নজরদারিতে হবে কলেজের সরস্বতী পুজো। তাতে জট কাটে। এবার দোল উৎসব নিয়েও ফের অশান্তি হল বুধবার। এবারও অভিযোগ সেই বহিরাগতদের বিরুদ্ধে। এদিন কলকাতা দক্ষিণের সাংসদ তথা কলেজ পরিচালন সমিতির সভাপতি মালা রায় কলেজে গেলে তাঁকে ঘিরে বিক্ষোভ হয়।
এদিনের ঘটনায় এবার নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে উচ্চ আদালতের দ্বারস্থ হলেন যোগেশচন্দ্র চৌধুরী কলেজের এক ছাত্র। হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করে তাঁর আবেদন, কলেজে নিরাপত্তা বাড়াতে সিসিটিভি রাখতে হবে। বহিরাগত অনুপ্রবেশ আটকাতে নির্দেশ দিতে হবে হাই কোর্টকে। তাঁকে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি। বৃহস্পতিবার মামলাটির শুনানি হতে পারে।