নাবালিকা অপহরণে অভিযুক্ত মধ্যমগ্রামের সুপরিচিত সিপিএম নেতার ছেলে। ভুল বুঝিয়ে নাবালিকাকে উত্তরবঙ্গ নিয়ে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দার্জিলিঙের সিটং থেকে অভিযুক্ত সিপিএম নেতার পুত্রকে গ্রেপ্তার করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ।
ধৃতের নাম অয়নাভ বসু। বয়স ৩০। তার বাড়ি মধ্যমগ্রাম পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লী এলাকায়। তাকে অপকর্মে সহযোগিতা করার অভিযোগে রাহুল হালদার নামে সাজিরহাটের এক যুবককেও গ্রেপ্তার করেছে পুলিশ। অপহৃত নাবালিকাকেও বুধবার সন্ধ্যায় উত্তবঙ্গ থেকে উদ্ধার করা হয়েছে বলে খবর। বৃহস্পতিবার তাদেরকে মধ্যমগ্রামে নিয়ে আসা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
মঙ্গলবার মধ্যমগ্রাম পুরসভা এলাকার বাসিন্দা এক কিশোরীর পরিবার থানায় অপহরণের অভিযোগ দায়ের করে। সূত্র মারফত পুলিশ জানতে পারে অয়নাভ তাকে অপহরণ করেছে ৷ এর পরই টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পারে তারা উত্তরবঙ্গে রয়েছে। টাওয়ারের সূত্র ধরেই দার্জিলিংয়ে হানা দেয় পুলিশ। তার পর বুধবার সন্ধ্যায় সিটং-এর একটি হোটেল থেকে কিশোরীকে উদ্ধার করে তদন্তকারীরা। পাশাপাশি অয়নাভ ও রাহুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রাথমিকভাবে তদন্তকারীরা জেনেছেন, মিথ্যা প্ররোচনা দিয়েই সিপিএম নেতার ছেলে কিশোরীকে অপহরণ করে। ইতিমধ্যেই ধৃত দু’জনকে মধ্যমগ্রাম থানায় আনার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। পাশাপাশি কিশোরীকেও নিয়ে আসা হচ্ছে মধ্যমগ্রামে।