যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গোলমাল পাকানো ও তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ আরও এক জনকে গ্রেপ্তার করল। ধৃতের নাম শৌন্যদীপ মাহান্তা। তিনি বিশ্ববিদ্যালয়েরই দর্শন বিভাগের প্রথম বর্ষের স্নাতকের পড়ুয়া।
টালিগঞ্জের বাসিন্দা শৌন্যদীপকে বুধবার বিকেলে জিজ্ঞাসাবাদের জন্য যাদবপুর থানায় ডেকে পাঠানো হয়। রাতে সেখান থেকেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আজ বৃহস্পতিবার ধৃতকে আদালতে তোলা হয়। ১ মার্চ রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবন্ধু সমিতির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তদন্তকারীদের দাবি, সৌন্যদীপ ওই ঘটনার সঙ্গে যুক্ত। এই ঘটনার তদন্তে নেমে এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তনী মহম্মদ সাহিল আলিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সাহিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তনী। তিনি বর্তমানে একটি বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত। সাহিল গল্ফ গ্রিনের বিজয়গড়ের বাসিন্দা।