‘মনটা রঙিন রাখুন সব ধর্মের জন্য’, বসন্ত উৎসবের সূচনা করে বার্তা দিলেন মমতা
হিন্দুস্তান টাইমস | ১৩ মার্চ ২০২৫
হাতে তো আর বেশি সময় নেই। মাঝে আর একটা দিন। তারপরই দোল–হোলি উৎসব। এই উৎসবে মেতে উঠবে সমগ্র বঙ্গবাসী। তাই আজ, বুধবার সরকারিভাবে বসন্ত উৎসবের আনুষ্ঠানিক সূচনা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকেলে ধনধান্য স্টেডিয়ামে সর্বধর্মের মানুষকে নিয়ে রঙের উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ধনধান্য অডিটোরিয়ামে ঢোকার পথে নানা হল ঘরে থাকা বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে জনসংযোগ সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে শুভেচ্ছা বিনিময় করতে করতে মূল প্রেক্ষাগৃহে ঢোকেন মুখ্যমন্ত্রী। আর এখান থেকেই সব ধর্মের জন্য মন রঙিন রাখার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ, বুধবার বিধানসভা অধিবেশনেও বিজেপিকে একহাত নিয়েছেন মুখ্যমন্ত্রী ধর্ম নিয়ে রাজনীতি করার জন্য। ভরা বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমি হিন্দু কিনা তার সার্টিফিকেট আপনাদের কাছ থেকে নিতে হবে? বাংলায় হিন্দুদের বাঁচাবে তৃণমূল কংগ্রেসই।’ আর তারপরই ধনধান্য অডিটোরিয়ামে এসে শুরুতেই ডান্ডিয়া এবং পরে ভাঙড়া নাচে পা মেলালেন মুখ্যমন্ত্রী। আর সেটা দেখে আপ্লুত আগত মানুষজন। রাজ্যের প্রশাসনিক প্রধান সবাইকে দোল এবং হোলি উৎসবের জন্য অগ্রিম অভিনন্দন জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘মনটা রঙিন রাখুন সব ধর্মের জন্য। রং তখনই রঙিন হয় যখন মন বড় হয়।’
জাতীয় সংগীতে যে সবধর্মকে সম্মান দেওয়ার কথা বলা আছে সেটা মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। স্বাধীনতা সংগ্রামে গোটা দেশের প্রত্যেকটি রাজ্য থেকে যে নেতারা আত্ম বলিদান দিয়েছিলেন সে কথাও বলেছেন তিনি। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, রাজ্যের দুই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ইন্দ্রনীল সেন, ফিরহাদ হাকিম, সাংসদ মালা রায়–সহ সব ধর্মের প্রতিনিধিরা। সেখানে মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘যাঁরা বিভিন্ন কমিউনিটি থেকে এসেছেন তাঁদের ধন্যবাদ জানাই। এই প্রথম কলকাতা পুরসভা এমন অনুষ্ঠান করল। আমি ওদের বলেছিলাম এই অনুষ্ঠান করতে।’
মুখ্যমন্ত্রী আজ জানিয়ে দেন, ২০২৬ সাল থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হবে দোল উৎসব। সেখানে দোল পালনের সঙ্গে সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে বিশেষ অনুষ্ঠান করা হবে। এই উৎসবকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য সকলকে শান্তি বজায় রাখার আহ্বান জানান তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘এবারে দোল, হোলি একদিনেই পড়েছে। তার সঙ্গে রমজান মাসও চলছে। আমি আবেদন করব, সবাই একসঙ্গে থাকবেন। আপনি দোল করুন, হোলি করুন। মনটা রঙিন রাখুন সব ধর্মের জন্য। সব মানুষের জন্য। আমরা এই বাংলায় সবাই একসঙ্গে থাকি। আমি এটাই দেখতে ভালবাসি। সবাই ভাল থাকলে বাংলা ভাল থাকবে। বাংলা ভাল থাকলে দেশ ভাল থাকবে। দেশের জন্য বাংলা খুব গুরুত্বপূর্ণ। আমরা ঝগড়া নয়, শান্তি চাই।’