ফের নিশানায় পুলিশ কর্মীরা। ক্যাম্পে ঢুকে পুলিশ কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে বাঁকুড়ায়। ঘটনায় অভিযুক্ত সন্দেহে সাত হামলাকারীকে গ্রেপ্তার করল পুলিশ। জানা গিয়েছে, বালির অবৈধ কারবার ঘিরে গন্ডগোলের জেরে পুলিশ ক্যাম্পে হামলা চালায় অভিযুক্তরা।
জানা গিয়েছে, বাঁকুড়ার সোনামুখী থানার অন্তর্গত উত্তরবেশিয়া পুলিশ ক্যাম্পে হামলা চালিয়ে উপস্থিত তিন পুলিশকে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে স্থানীয় কাপালিমানা গ্রামের বাসিন্দাদের বিরুদ্ধে। সেই অভিযোগেই ভিত্তিতে অভিযুক্ত স্থানীয় বাসিন্দাদের গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে হামলাকারীদের মারে গুরুতর জখম তিন পুলিশ কর্মী এখনও হাসপাতালে চিকিৎসাধীন। সোনামুখী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা চলছে তাঁদের। ওই পুলিশ ক্যাম্পে গ্রামবাসীরা কেন হামলা চালালো তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার সোনামুখী থানার উত্তরবেশিয়া গ্রামে দীর্ঘদিন ধরে একটি পুলিশ ক্যাম্প রয়েছে। সেই পুলিশ ক্যাম্পে মঙ্গলবার রাতে পার্শ্ববর্তী কাপালিমানা গ্রামের জনা ৫০ -৬০ জন গ্রামবাসী আচমকা হামলা চালায়। সেই সময় ক্যাম্পে ছিলেন পুলিশ কর্মী বিমান সরকার, রঞ্জিত চৌধুরী ও জয়ন্ত কুমার খাঁ। হামলাকারী গ্রামবাসীরা ৩ পুলিশকর্মীকেই বেধড়ক মারধর করে। ঘটনায় ৩ পুলিশকর্মী গুরুতর জখম হন। তড়িঘড়ি তাঁদের সোনামুখী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
এদিকে সেই রাতেই সোনামুখী থানায় আহত পুলিশ কর্মী বিমান সরকার জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ সাত জনকে গ্রেপ্তার করে। বুধবার ধৃতদের বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক সাত জনকেই ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন।