• কেন ‘উৎকর্ষ কেন্দ্রে’র তকমা হারাল যাদবপুর বিশ্ববিদ্যালয়? কারণ ব্যাখ্যা সুকান্তর
    প্রতিদিন | ১৩ মার্চ ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘উৎকর্ষ কেন্দ্রে’র তকমা হারিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। কেন এই নামজাদা বিশ্ববিদ্যালয়ের এহেন অবস্থা? সংসদে দাঁড়িয়ে রাজ্যসভার বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য এই প্রশ্ন করেন। তারই জবাব দিলেন শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।

    খতিয়ান তুলে ধরে সুকান্তর দাবি, যাদবরপুর বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাবিত বাজেট ক্রমশ কমিয়ে দেওয়া হচ্ছে। ৩ হাজার ২৯৯ কোটি টাকার বাজেট কমে দাঁড়িয়েছে ৬০৬ কোটিতে। এই বাজেটে কোনও শিক্ষা প্রতিষ্ঠানকে ‘উৎকর্ষ কেন্দ্র’ হিসাবে গড়ে তোলা সম্ভব নয়। তাই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে কমিটি সুপারিশ করেছিল যে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ‘উৎকর্ষ কেন্দ্রে’র তালিকা থেকে বাদ দেওয়া হোক। কমিশন তাতে সবুজ সংকেত দিয়েছে বলেই দাবি সুকান্তর।

    বলে রাখা ভালো, রাজ্যের তরফে বারবার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ করা হয়। একশো দিনের কাজ-সহ একাধিক প্রকল্পে টাকা কেন্দ্র দেয় না বলেই দাবি। রাজ্যের প্রতি বৈমাতৃসুলভ আচরণের অভিযোগে পালটা কেন্দ্রের তরফে কোনও সদুত্তর পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বরাদ্দ কমিয়ে দেওয়ার অভিযোগ স্রেফ কেন্দ্রীয় বঞ্চনা থেকে নজর ঘোরানোর চেষ্টা বলে মনে করছেন অনেকেই।

    আবার গত কয়েক বছর ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অতি বাম সংগঠনের দৌরাত্ম্য বেড়েছে। তার ফলে বারবার অশান্ত হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়। সম্প্রতি গত ১ মার্চ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর হামলার ঘটনাও ঘটেছে। একের পর এক ঘটনার জেরে যাদবপুরের পঠনপাঠন প্রায় লাটে ওঠার জোগাড়। এই পরিস্থিতিতে কী ইচ্ছাকৃতভাবে যাদবপুরের ঘটনাগুলিবলীকে হাতিয়ার করে ভোটবাক্সে ফায়দা পাওয়া চেষ্টা করছে বিজেপি, সে প্রশ্নও কিন্তু উঠছেই।
  • Link to this news (প্রতিদিন)