• শিয়ালদহ শাখায় একাধিক ট্রেন বাতিলের ঘোষণা, রইল তালিকা
    এই সময় | ১৩ মার্চ ২০২৫
  • রঙের উৎসব দোল। শুক্রবার গোটা দেশ উদযাপন করবে এই উৎসব। সরকারি তো বটেই, দোলে বেসরকারি অফিসও সিংহভাগই বন্ধ থাকে। দোল উপলক্ষে ফি বছরই ট্রেন, মেট্রো পরিষেবাও কাটছাঁট করা হয়। এ বারও সেই একই বিজ্ঞপ্তি জারি করল রেল। শুক্রবার শিয়ালদহ দক্ষিণ শাখা এবং মেইন শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। একই সঙ্গে শিয়ালদহ-কৃষ্ণনগর এবং শিয়ালদহ-বর্ধমান শাখায় বাতিল একাধিক লোকাল ট্রেন।

    বাতিল লোকালের তালিকায় রয়েছে শিয়ালদহ-রানাঘাট, রানাঘাট-গেদে, শিয়ালদহ-গেদে, রানাঘাট-কৃষ্ণনগর সিটি লোকাল, নৈহাটি-রানাঘাট লোকাল, শিয়ালদহ-শান্তিপুর লোকাল, রানাঘাট-বনগাঁ লোকাল, বিধাননগর-বারাকপুর লোকাল, শিয়ালদহ ক্যান্টনমেন্ট লোকাল, শিয়ালদহ-মধ্যমগ্রাম লোকাল, বারাসত-হাসনাবাদ লোকাল, শিয়ালদহ ক্যানিং-লোকাল-সহ একাধিক ট্রেন।

    শিয়ালদহ-বর্ধমান: 31151/31152 শিয়ালদহ-রানাঘাট: 31601, 31613, 31617, 31631/ 31602, 31614, 31624, 31634, 34636 রানাঘাট-গেদে: 31747, 31749, 31753, 31755/ 31744, 31746, 31748, 31750, 31754 শিয়ালদহ-গেদে: 31911, 31917/31926 রানাঘাট/কৃষ্ণনগর সিটি জংশন-শান্তিপুর: 31585/ 31586 কৃষ্ণনগর সিটি জংশন-রানাঘাট: 31723, 31725/ 31722, 31726, 31728 শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি জংশন: 31801, 31815, 31831/31802, 31834, 31838 নৈহাটি-রানাঘাট: 31711/31712 রানাঘাট-শান্তিপুর: 31781, 31783/ 31782, 31784, 31786 শিয়ালদহ-শান্তিপুর: 31511, 31515, 31521, 31527/ 31512, 31522, 31528, 31534 রানাঘাট-বনগাঁ জংশন: 33711, 33713, 33717, 33719, 33729, 33733 / 33716, 33720, 33724, 33732 শিয়ালদহ-ব্যারাকপুর: 31215, 31217, 31219, 31223, 31225, 31227, 31229, 31231, 31237 / 31216, 31218, 31220, 31224, 31226, 31228, 31230, 31236, 31240, 31242. বিধাননগর রোড-ব্যারাকপুর: 31261

    বিধাননগর রোড-নৈহাটি: 31471 শিয়ালদহ-নৈহাটি: 31411, 31413, 31417, 31423, 31425, 31427, 31435, 31437, 31443/ 31414, 31416, 31418, 31424, 31432, 31434, 31438, 31440, 31450 বারাসত-বনগাঁ জংশন: 33363, 33365/ 33362, 33364, 33366 শিয়ালদহ-বারাসত: 33401, 33433/ 33402, 33436, 33438 শিয়ালদহ-হাবরা: 33651, 33655, 33657/ 33652, 33656, 33658 শিয়ালদহ-বনগাঁ জংশন: 33801, 33811, 33813, 33821, 33825, 33849/ 33802, 33812, 33816, 33818, 33822, 33856, 33858 শিয়ালদহ-দমদম ক্যান্টনমেন্ট: 33411/ 33412 শিয়ালদহ-দমদম ক্যান্টনমেন্ট: 33411/ 33412 শিয়ালদহ-মধ্যমগ্রাম: 33421/ 33422 শিয়ালদহ-দত্তপুকুর: 33615/ 33620 শিয়ালদহ-হাসনাবাদ: 33513, 33521/ 33526, 33528 বারাসত–হাসনাবাদ: 33311, 33315, 33327, 33319, 33321/ 33314, 33322, 33316, 33318 শিয়ালদহ-ডানকুনি: 32213, 32221, 32225, 32229, 32233, 32249/ 32214, 32222, 32226, 32230, 32234, 32252 শিয়ালদহ–বারুইপাড়া: 32411, 32413/ 32412, 32414 শিয়ালদহ-ডায়মন্ড হারবার: 34812, 34826/ 34811, 34833 বারুইপুর-ডায়মন্ড হারবার: 34892/3489

    শুক্রবার বেলা আড়াইটে থেকে ব্লু লাইনে মেট্রো পরিষেবা শুরু হবে। কবি সুভাষ ও নোয়াপাড়া থেকে প্রথম মেট্রো ছাড়বে দুপুর ২টো ৩০ মিনিটে। একই ভাবে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার প্রথম মেট্রোও দুপুর ২টো ৩০ মিনিটে ছাড়বে।

    গ্রিন লাইন ১ এবং ২-এ মেট্রো পরিষেবা শুরু হবে ৩টে থেকে। অর্থাৎ হাওড়া ময়দান-এসপ্ল্যানেড ও শিয়ালদহ-সল্টলেক সেক্টর ফাইভ রুটে এ দিন প্রথম মেট্রো চলবে ৩টেয়। অরেঞ্জ এবং পার্পল লাইনে কোনও মেট্রো চলাচল করবে না।

  • Link to this news (এই সময়)