• হাজরায় পরিত্যক্ত বাড়িতে আগুন, জানলা ভেঙে ঢুকতে হলো দমকলকে
    এই সময় | ১৩ মার্চ ২০২৫
  • ফের আগুন লাগার ঘটনা শহরে। বৃহস্পতিবার সাত সকালে আগুন লাগে হাজরার পরিত্যক্ত একটি বাড়িতে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। স্থানীয় সূত্রে খবর, বাড়িটি বহুদিন ধরেই তালাবন্ধ। কেউ থাকেন না। এ দিন সকালে হঠাৎই সেই বাড়ি দাউ দাউ করে জ্বলতে দেখা যায়। ভিতর থেকে কুণ্ডলী পাকিয়ে বেরিয়ে আসতে থাকে ধোঁয়া।

    ঘটনাস্থল জনবহুল তো বটেই, যতীন দাস পার্ক মেট্রো স্টেশন থেকেই একেবারেই কাছে। আতঙ্ক ছড়ায় এলাকায়। হইচই শুরু হয়ে যায়। খবর দেওয়া হয় দমকলে, এসে পৌঁছয় ভবানীপুর থানার পুলিশও।

    তবে বাড়িটি পরিত্যক্ত হওয়ায় দমকল কর্মীদের ভিতরে ঢুকতে সমস্যা হয়। বাড়ির জানলা ভেঙে অবশেষে শুরু হয় আগুন নেভানোর কাজ। পরিত্যক্ত বাড়িটি তালাবন্ধ। তার পরও কী ভাবে আগুন লাগল, উঠছে প্রশ্ন।

  • Link to this news (এই সময়)