• 'মারধোর করে মাঝরাতে বের করে দিল বাড়ি থেকে', ছেলের শাস্তি চেয়ে পুলিশের দ্বারস্থ দম্পতি ...
    আজকাল | ১৩ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বাবা ও মাকে মারধোর করার অভিযোগ ছোট ছেলের বিরুদ্ধে ৷ অত্যাচারের জেরে মঙ্গলবার রাত থেকে বাড়ি ছাড়া দম্পতি ৷ ঘটনায় ইতিমধ্যে অভিযোগ দায়ের হয়েছে সোনারপুর থানায় ৷ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

    অভিযোগ, এই প্রথম নয়, এর আগেও ওই দম্পতিকে মারধোর করা হয়েছে। একাধিকবার বিষয়টি পুলিশের নজরেও আনা হয়েছে।  বৃদ্ধ দম্পতির পরিবার সূত্রে খবর, সোনারপুর থানা এলাকার রাজপুর সোনারপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ভানু নস্কর (৮৭) এবং তাঁর স্ত্রী কনক নস্কর (৭৯) ৷ বুড়ি বটতলা এলাকায় তাঁরা নিজেদের বাড়িতেই থাকেন ৷ 

    পেশায় ব্যবসায়ী ছিলেন ভানু নস্কর ৷ তাঁর একটি দোকানও ছিল ৷ কিন্তু বয়সের ভারে তিনি এখন আর ব্যবসা করতে পারেন না ৷ দম্পতির ছয় মেয়ে তিন ছেলে৷ 

    মেয়েরা বিয়ে করে অন্যত্র থাকেন। বড় এবং মেজ ছেলেও থাকেন পৃথক। ছোট ছেলে সন্তু নস্কর পেশায় মাছ ব্যবসায়ী ৷ বাবা-মাকে মারধোরের অভিযোগ তাঁর দিকেই। এর আগেও তাঁর বিরুদ্ধে সোনারপুর থানায় একাধিকবার অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গিয়েছে ৷ পুলিশ গিয়ে বিষয়টি মিটিয়েও দেয় ৷আক্রান্ত দম্পতির অভিযোগ ফের তাঁদের মারধোর করা হয় মঙ্গলবার রাতে ৷ শুধু তাই নয়, তাঁদের বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ ৷ আতঙ্কে দিন গুজরান করছেন। বাধ্য হয়েই দ্বারস্থ হয়েছেন পুলিশের। ছেলের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন বাবা-মা। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, সূত্রের খবর তেমনটাই।
  • Link to this news (আজকাল)