জন্মদিনে মেঘনাদ সাহা ইন্সটিটিউট অফ টেকনোলজিতে কথায়-গানে মৌ রায়চৌধুরী-স্মরণ...
আজকাল | ১৩ মার্চ ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ১২ মার্চ ১৯৭১-৭ মে ২০২৪। বড় সংক্ষিপ্ত সময়কাল। অথচ তার মাঝেই গড়ে গিয়েছেন এক বিরাট পরিচিতির জগত। একদিকে অফুরান রবিপ্রেম, সংসার, আত্মীয়-পরিজন, অন্যদিকে বিরাট প্রতিষ্ঠানের সর্বময় কর্ত্রী। দিনভর নানাবিধ জটিল থেকে জটিলতর বিষয়ে আলোচনা, সিদ্ধান্ত গ্রহণ সেখানে। একসঙ্গে ‘সব্যসাচী’ হয়ে সামলেছেন সবকিছু।
কর্ত্রী মন, গৃহিনী মনের সঙ্গে যত্ন করে লালন করেছিলেন সংবেদনশীল সংস্কৃতিমনস্ক লেখিকা মনটিকেও। হাজার গুরু দায়িত্ব সামলে কী অসম্ভব নিপুণতায় গদ্য, পদ্য উভয় ক্ষেত্রে লিখে গিয়েছেন, তা তাঁর বইগুলির পাতা ওল্টালেই দেখা যায়। শুধু লেখালিখি নয়, মন দিয়েছিলেন প্রযোজনার কাজেও। বলাই বাহুল্য, সেখানেও সফল তিনি। তাঁর অল্প সময়ের জীবনের পাতা উলটে দেখলেই বোঝা যাবে, জীবনকে যাপন করার অন্যতম নামই মৌ রায়চৌধুরী।
বিশেষ দিনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল মেঘনাদ সাহা ইন্সটিটিউট অফ টেকনোলোজি। কর্মক্ষেত্রে তাঁর অবদান এবং বিরাট কর্মক্ষেত্রে তাঁর প্রভাব, গভীর উপস্থিতিই ফুটে উঠেছে অনুষ্ঠান জুড়ে।