• অর্থাভাবে কেন্দ্র, সরকার পড়ে যাবে, দাবি মুখ্যমন্ত্রীর
    আনন্দবাজার | ১৩ মার্চ ২০২৫
  • কেন্দ্রীয় সরকার আর্থিক সঙ্কটে রয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সূত্রেই তাঁর আরও দাবি, বিজেপির নেতৃত্বাধীন সরকার বেশি দিন টিকবে না।

    বিধানসভা ভোটকে সামনে রেখে প্রায় এক বছর আগেই বিজেপি ও তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক তরজা বেড়ে চলছে। তারই রেশ ধরে বুধবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বলেছেন, ‘‘টাকা-পয়সা নেই। যে কোনও দিন কেন্দ্রের (বিজেপি) সরকার পড়ে যাবে!’’ জিএসটি সংক্রান্ত একটি প্রসঙ্গ এ দিন উত্থাপন করেছিলেন তৃণমূলের এক বিধায়ক। সেই প্রসঙ্গেই জিএসটি সংগ্রহ নিয়ে কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘এক জিএসটি-র মাধ্যমে সব টাকা নিয়ে যাচ্ছে দিল্লি। আর আমাদের বঞ্চিত করছে।’’ কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে মুখ্যমন্ত্রী এ বাংলাদেশ ও মণিপুরের প্রসঙ্গ টেনেও বলেছেন, ‘‘বাংলাদেশ নিয়ে অনেক কথা বলছেন। বিদেশনীতির বিষয়। আমরা কিছু বলি না। তবে বাংলাদেশে অশান্তির সময়ে কত জন হিন্দুকে আমরা আশ্রয় দিয়েছি, তার খোঁজ রাখেন? সেখানে যে আইনজীবী লড়াই করছিলেন, তিনি এসেছিলেন।’’ মমতার কটাক্ষ, ‘‘যাঁরা মণিপুর সামলাতে পারে না, তাঁরা বাংলা চালানোর কথা ভাবছে!’’

    রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য অবশ্য পাল্টা কটাক্ষ করেছেন, ‘‘উনি (মমতা) প্রতি রাতে শুতে যান এই আশঙ্কা নিয়ে, যে কোনও মুহূর্তে তাঁর সরকার পড়ে যাবে! উনি ঘুমের মধ্যে রাজ্যের আর্থিক অবস্থা দুঃস্বপ্নে দেখতে পান। সকালে সেটাই তাঁর অবচেতনে থেকে যায় এবং মুখনিঃসৃত বাণী হয়ে বেরোয়!’’
  • Link to this news (আনন্দবাজার)