তারাপীঠ মন্দির চত্বরে বেআইনি নির্মাণ, হাইকোর্টে মামলা
দৈনিক স্টেটসম্যান | ১৩ মার্চ ২০২৫
এবার বেআইনি নির্মাণ নিয়ে জনস্বার্থ মামলা দাখিল হলো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। বীরভূমের তারাপীঠ মন্দির প্রাঙ্গণে বেআইনি নির্মাণ তৈরি হচ্ছে। এই অভিযোগে মামলাটি দায়ের হল কলকাতা হাইকোর্টে। মামলাকারীর দাবি, ‘মন্দির প্রাঙ্গণে বেআইনি ভাবে একটি নির্মাণ মাথা তুলছে’। বুধবার হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন মামলাকারীর আইনজীবী। সংশ্লিষ্ট দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন তাঁরা। তারাপীঠ মহাশ্মশানের কাছে আবর্জনা ফেলার জায়গায় কংক্রিটের একটি নির্মাণ গড়া নিয়ে সম্প্রতি বিতর্ক শুরু হয়েছে।
স্থানীয়দের একাংশের অভিযোগ, তারাপীঠ মহাশ্মশানে বৈষ্ণব সম্প্রদায়ের সমাধিস্থলের উপর আবর্জনা ফেলার কংক্রিটের স্থায়ী নির্মাণ করছে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ। বৈষ্ণব সম্প্রদায়ের মৃত সদস্যদের সমাধির উপর ওই নির্মাণ তৈরি হচ্ছে বলে অভিযোগ করে বিজেপি।
তারা এ-ও অভিযোগ করে বৈষ্ণব সম্প্রদায়কে হেয় করতে পরিকল্পিত ভাবে কংক্রিটের স্থায়ী নির্মাণ করা হচ্ছে। যদিও সেচ দফতরের তরফে আবার ওই কাজ শুরু হয়েছিল। এবার তাই নিয়ে মামলা দায়ের হল হাইকোর্ট। মামলাকারীর দাবি, মন্দিরের পাশে শুধুমাত্র শ্মশান রয়েছে। অন্য কোনও নির্মাণ নেই। সেখানকার পরিবেশ নষ্ট করার জন্য কংক্রিটের নির্মাণ উঠছে। আদালত যেন নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেয়, এই আবেদন করা হয়েছে। চলতি সপ্তাহেই সংশ্লিষ্ট মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।