অয়ন ঘোষাল: ভরা বসন্তে তাপপ্রবাহের সতর্কতা রাজ্যের ৪ জেলায়। বাকি দক্ষিণবঙ্গে খাতায় কলমে তাপপ্রবাহ না হলেও তার অনুরূপ অনুভূতি। রুক্ষ শুষ্ক আবহাওয়া। লু এর পরিস্থিতি। সামান্য স্বস্তি উত্তরবঙ্গে। পাঁচ জেলায় বৃষ্টি।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
দক্ষিণবঙ্গ
চলতি উইকেন্ডে ভরা বসন্তে দাবদাহে এবং তাপপ্রবাহে পুড়তে চলেছে দক্ষিণবঙ্গ। রবি সোম মঙ্গল সরাসরি তাপপ্রবাহের কবলে যেতে চলেছে পশ্চিমাঞ্চলের ৪ জেলা। এগুলি হল বাঁকুড়া বীরভূম পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান। এই চার জেলায় তাপপ্রবাহ চলবে। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বা তার বেশি থাকবে এই চার জেলার তাপমান। কলকাতা এবং গাঙ্গেয় সহ উপকূলের জেলায় রবি সোম তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। খাতায় কলমে তাকে তাপপ্রবাহ বলা যাবে না। কিন্তু ফিল লাইক বা অনুভূতির নিরিখে দাবদাহ ভোগ করতে হবে গোটা দক্ষিণবঙ্গ কে।
মার্চেই হাসফাঁস
গতকাল দুপুরে কলকাতা প্রায় ৩৫ ছুঁই ছুঁই। দমদম ৩৬। সল্টলেক ৩৬.৬। হাওড়া ৩৪। ঝাড়গ্রাম ৩৮। পশ্চিম বর্ধমানের পানাগড় ৩৬। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার এবং বাঁকুড়া ৩৫। কলাইকুন্ডা ও পুরুলিয়াতেও তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস পেরিয়েছে। জলীয় বাষ্প থমকে যাচ্ছে উত্তর ও উত্তর পশ্চিমের বিস্তীর্ণ এলাকায়। এরপর ছোট নাগপুর মালভূমি অতিক্রম করে যে হওয়া পূর্ব দিকে বিহার ঝাড়খণ্ড হয়ে বাংলায় ঢুকছে তা কার্যত শুষ্ক লু। ইতোমধ্যেই লু বইতে শুরু করেছে ওড়িশা এবং ঝাড়খণ্ডে। তার প্রভাব এবার সরাসরি পড়তে চলেছে বাংলায়।
উত্তরবঙ্গ
উত্তরবঙ্গে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা আজ এবং কাল। শুক্রবার পর্যন্ত দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলাতে দমকা ঝোড়ো বাতাস এবং বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। আজও কাল হালকা ঝড় বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর জেলার কিছু অংশে। শুক্রবারেও দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং ও কালিম্পং বৃষ্টি চলবে শনি ও রবিবারেও।
কলকাতা
অন্যরকম বসন্ত। বাতাসে জলীয় বাষ্প কম। তার বদলে লু এর মতো গরম হওয়া বেলা ১২ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত। বিকেলের পর কিছুটা স্বস্তি। রাতের দিকে আবার জলীয় বাষ্পের পরিমান বৃদ্ধি পাচ্ছে। দিনের তাপমাত্রা আরো বাড়বে।
কলকাতার তাপমান
রাতের তাপমাত্রা ২২.৮ থেকে এক রাতে প্রায় ৩ ডিগ্রি বেড়ে ২৫.১ ডিগ্রি। কাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৩ থেকে বেড়ে ৩৪.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ২৬ থেকে ৯১ শতাংশ।