• মাথা কামালেন পরমব্রত! ‘হেমলক সোসাইটি’র আনন্দ এ বার কোন অবতারে? রইল সৃজিতের আগামী ছবির প্রথম ঝলক
    আনন্দবাজার | ১৩ মার্চ ২০২৫
  • দর্শকের সামনে ফিরছে আনন্দ কর। ‘হেমলক সোসাইটির’ ১৩ বছর পর এই চরিত্রে পরমব্রত চট্টোপাধ্যায়। পয়লা বৈশাখে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় নিয়ে আসছেন ‘কিলবিল সোসাইটি’। আনন্দবাজার অনলাইনের পাতায় রইল ছবির চরিত্রাভিনেতাদের প্রথম ঝলক।

    ‘মরবে মরো ছড়িয়ো না’ থেকে এ বারে ছবির বার্তা ‘মরতে চাইলে বাঁচতে হবে!’ যে আনন্দ এক সময় আত্মহত্যা থেকে তাঁর সংস্থার সদস্যদের জীবনের পথে চালিত করত, এ বারে তার অবস্থান বদলেছে। আনন্দ এ বার আরও ক্ষুরধার, আরও শীতল। এই চরিত্রে পরমব্রতের লুকে রয়েছে চমক। ন্যাড়া মাথা এবং চোখে চশমায় অভিনেতার লুক দর্শকদের কাছে নতুন চমক হতে চলেছে বলেই টলিপাড়ায় কানাঘুষো। উল্লেখ্য, কোনও প্রস্থেটিক্স নয়, চরিত্রের প্রয়োজনে ন্যাড়া হওয়ারই সিদ্ধান্ত নিয়েছিলেন পরমব্রত।

    ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কৌশানী মুখোপাধ্যায়। এই প্রথম সৃজিতের ছবিতে অভিনয় করলেন তিনি। ছবিতে তিনি পূর্ণা চরিত্রে। এক সময়ে লাগামছাড়া জীবনযাত্রায় অভ্যস্ত পূর্ণা সাহসী। কিন্তু জীবনের কোন মোড়ে তার পিঠ দেওয়ালে ঠেকে যায়, তা ছবির অন্যতম আকর্ষণীয় অংশ। পূর্ণা কি ফিরে আসতে পারবে?

    এ ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বিশ্বনাথ বসু, সন্দীপ্তা সেন এবং অনিন্দ্য চট্টোপাধ্যায়। সম্প্রতি ছবির শুটিং শেষ হয়েছে। আগামী ১৫ মার্চ ‘কিলবিল সোসাইটি’র টিজ়ার প্রকাশ্যে আসার কথা। ছবিটি বাংলা নববর্ষে মুক্তি পাবে।
  • Link to this news (আনন্দবাজার)