এগিয়ে বাংলা! বড় শিল্পে লগ্নিতে সেরা তিনে রাজ্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী
প্রতিদিন | ১৩ মার্চ ২০২৫
স্টাফ রিপোর্টার: ছোট ও মাঝারি শিল্পে দেশে সেরা হওয়ার পর এবার বৃহৎ শিল্পেও অন্যতম সেরার তকমা পেল রাজ্য। কেন্দ্রীয় রিপোর্ট বলছে, বড় শিল্পে লগ্নির সদিচ্ছার ক্ষেত্রে এ রাজ্য বিনিয়োগকারীদের প্রথম পছন্দ। ২০২৪ সালে যে দেশের মধ্যে যে তিনটি রাজ্যে শিল্প স্থাপনে আগ্রহ দেখিয়েছে কর্পোরেট সংস্থাগুলি, তার মধ্যে রয়েছে বাংলা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডলে পোস্ট করে এই সাফল্যের কথা জানিয়ে লেখেন, ‘প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারন্যাল ট্রেড’ বা ‘ডিপিআইআইটি’-এর যে সর্বশেষ রিপোর্ট কেন্দ্রীয় সরকার প্রকাশ করেছে, তাতে পশ্চিমবঙ্গ সামনের সারিতে রয়েছে। বৃহৎ শিল্পে লগ্নির আগ্রহের দিক থেকে বাংলা রাজ্যগুলির মধ্যে রয়েছে একেবারে উপরের সারিতে।