• হাজরার কাছে পরিত্যক্ত বাড়িতে আগুন
    প্রতিদিন | ১৩ মার্চ ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহরে ফের অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার সাতসকালে যতীন দাস পার্কের একটি পরিত্যক্ত বাড়িতে আগুন। পুড়ে ছাই একাধিক ঘর। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের দু’টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

    স্থানীয় দমকল সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে সাড়ে ছ’টা নাগাদ হাজরার কাছে একটি পরিত্যক্ত বাড়িতে আগুন দেখতে পারে স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলে। ছুটে আসে দমকলের দু’টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন কর্মীরা। ততক্ষণে কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা। আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে বাড়ির অধিকাংশকেই। পুড়ে ছাই হয়ে যায় একের পর ঘর। তবে দমকল কর্মীদের প্রায় ৩০ থেকে ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। কী করে আগুন লাগলো তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

    দমকলের এক আধিকারিক বলেন, “সকাল সাড়ে ছ’টা নাগাদ আমাদের কাছে আগুন লাগার খবর আসে। দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। আমাদের পুরো দল খুব ভালো কাজ করেছে। আগুন নেভানো গিয়েছে। কেউ আহত হননি। কী থেকে আগুন দেখা হচ্ছে।”

    তবে পরিত্যক্ত বাড়িতে কী করে আগুন লাগল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বাড়িটিতে কী লোকজনের যাতায়াত রয়েছে? যদি তাই হয়, তাহলে তাঁরা কারা? সব দিক খতিয়ে দেখা হচ্ছে। 
  • Link to this news (প্রতিদিন)