• সল্টলেক-দমদমের জোর টক্কর, হাওয়া গরমে পিছিয়ে নেই হাওড়াও
    এই সময় | ১৩ মার্চ ২০২৫
  • বসন্তের ফুরফুরে হাওয়ার প্রত্যাশা এ বার না করাই ভালো। বরং ঢিলেঢালা পোশাক, হালকা খাবার, সানগ্লাস, ছাতায় বন্দি করতে হবে জীবনকে। আবহাওয়া দপ্তর যখন দক্ষিণবঙ্গের চার রাজ্যে তাপপ্রবাহের সম্ভাবনার কথা শোনাচ্ছে, তখন রেকর্ডের পথে দৌড়চ্ছে দমদম, সল্টলেক, হাওড়াও।

    আগামী ১৬ মার্চ, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের পরিবেশ তৈরি হতে পারে বলে বুধবারই সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া অফিস। অর্থাৎ ক্লান্তিকর, অসহনীয় গরম এ বার বসন্তবেলাতেই।

    বুধবারই খেলা দেখানো শুরু করেছে গরম। কলকাতা ৩৫ ডিগ্রি ছুঁইছুঁই হলেও দমদম বুধের দুপুরেই ৩৬ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে, সল্টলেক আরও একটু এগিয়ে ৩৬.৬, হাওড়া ৩৪ ডিগ্রি, ঝাড়গ্রাম ৩৮ ডিগ্রি, পশ্চিম বর্ধমানের পানাগড় ৩৬ ডিগ্রি, ডায়মন্ড হারবার এবং বাঁকুড়া ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াসে। কলাইকুন্ডা, পুরুলিয়াতেও তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস পেরিয়েছে।

    মৌসম ভবন জানাচ্ছে, পশ্চিম ভারত থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে যে হাওয়া আসছে, তাতে জলীয় বাষ্পের পরিমাণ খুবই কম। সেই শুখা হাওয়ার কারণেই তেতে উঠছে দক্ষিণবঙ্গ।

    দোলের দিন অর্থাৎ শুক্রবার পশ্চিমাঞ্চলের জেলাগুলির তাপমাত্রা ৩৭ থেকে ৩৯ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। তবে কলকাতা ও সংলগ্ন এলাকার তাপমাত্রা সামান্য কম থাকবে। তবে উত্তরবঙ্গে আবার উলটপুরাণ। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে সঙ্গী হবে বৃষ্টি।

  • Link to this news (এই সময়)