• ‘বাংলা ভালো থাকলে দেশ ভালো থাকবে’, বসন্তে রংমিলান্তির বার্তা মুখ্যমন্ত্রীর
    এই সময় | ১৩ মার্চ ২০২৫
  • এই সময়: বাংলা ভালো থাকলে দেশ ভালো থাকবে, বাংলা অশান্ত হলে দেশের ভালো হবে না বলে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রঙের উৎসবে সামিল হয়ে এমনটাই জানান তিনি। এ দিন আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে দোল-হোলিতে ভেদাভেদ মুছে রংমিলান্তির বার্তা দেন সিএম।

    জানান, আগামী বছর থেকে আরও বড় করে পালিত হবে বসন্তের এই মিলন উৎসব। এ দিনের অনুষ্ঠানে ডাকা হয়েছিল সব ধর্মের মানুষকে। ছিলেন শিল্প জগতের গণ্যমান্যরাও। সেখানে ডান্ডিয়া, ভাংড়ার তালে পা মিলিয়ে মনকে ‘রঙিন’ করার পরামর্শ দেন মমতা।

    মুখ্যমন্ত্রী পরামর্শে বসন্তোৎসব উপলক্ষে এ বছর কলকাতা পুরসভার তরফে আয়োজিত হয়েছিল দোলযাত্রা ও হোলির মিলন উৎসব। গুজরাটের গরবা, ডান্ডিয়া, পাঞ্জাবের ভাংড়ার পাশাপাশি বাংলার নাচগানে রঙিন হয়ে ওঠে সেই অনুষ্ঠান। তাতে মেতে ওঠার ফাঁকেই মমতা বলেন, ‘অনেকে অনেক উস্কানি দেবে, কোনও কথায় কান দেওয়ার দরকার নেই। নিজেদের মতো দোল-হোলি খেলায় মেতে উঠুন, অন্তরকে রঙিন করে তুলুন।’

    প্রায় সব উৎসবের আগেই ধর্মীয় প্ররোচনা ও অশান্তির আশঙ্কায় রাজ্যবাসীকে সতর্ক করেন মুখ্যমন্ত্রী। সে ধারা বজায় রেখেই তিনি বলেন, ‘বাংলা হলো বাংলাদেশ, নেপাল-ভুটানের প্রবেশদ্বার। আবার উত্তর-পূর্ব রাজ্যগুলিরও। আমরা এই বাংলায় সবাই একসঙ্গে থাকি। বাংলা ভালো থাকলে দেশও ভালো থাকবে। দেশের জন্য বাংলা খুব গুরুত্বপূর্ণ। আমরা ঝগড়া চাই না, শান্তি চাই।’

    রঙের উৎসবের প্রাসঙ্গিকতার কথা বলতে গিয়ে বলেন, ‘এ বছর দোল-হোলি একই দিনে পড়েছে। আবার রমজান মাসও চলছে। একেবারে উৎসবের মরশুম। আমি আবেদন করব, সবাই একসঙ্গে থাকবেন।’ তাঁর সংযোজন, ‘মনটা রঙিন রাখুন, সব ধর্মের জন্য, সব মানুষের জন্য। এই সময়টা রঙের। উৎসবে শামিল হলে দেখবেন মনটাও রঙিন হবে, বড় হবে।’

  • Link to this news (এই সময়)