দোল ‘ড্রাই ডে’ কি না তা নিয়ে অনেকের মধ্যেই দোলাচল রয়েছে। যদিও সুরাপ্রেমীদের এ নিয়ে বিশেষ মাথাব্যথা নেই। বছরের শুরুতে আবগারি দপ্তর যতই শুখা দিনের তালিকা দিক না কেন, সুরাপ্রেমীদের বিশ্বাস, দিন কখনও শুকনো যায় না। তবে আবগারি দপ্তরের নিয়ম অনুযায়ী, দোলের দিন হাফ ড্রাই ডে। শুক্রবার হাফ বেলা মদের দোকান খোলা থাকবে।
শুক্রবার রঙের উৎসব দোল। তবে এ দিন সুরাপ্রেমীরা শুধু রঙ মেখেই রঙিন হতে নারাজ, সঙ্গে রঙিন পানীয়ও মাস্ট। আবগারি দপ্তরের নির্দেশ অনুযায়ী, দোলের দিন বেলা ২টো পর্যন্ত রাজ্যের সমস্ত মদের দোকান বন্ধ থাকবে। অর্থাৎ দুপুরের পর মদের দোকান খোলা। কিন্তু সকালের স্টক? অনেকে আগের দিনই দোলের স্টক তুলে রাখেন।
বৃহস্পতিবার বেলা বাড়তেই বিভিন্ন লিকার শপে ভিড় নজরে আসছে। যে হেতু বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার পর আর মদের দোকান খোলা থাকবে না, তাই মদ কেনার লাইন দোকানে দোকানে।
আবগারি দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যে চার দিন সম্পূর্ণ ড্রাই ডে। ২৬ জানুয়ারি, সাধারণতন্ত্র দিবসে, ১৫ অগস্ট স্বাধীনতা দিবস, ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন ও মহরমের দশম দিন মদের দোকান পুরো বন্ধ থাকে। তবে দোলের দিন নিয়ম কিছুটা শিথিলতা। অর্থাৎ, হাফ বেলা মদের দোকান বন্ধ থাকলেও, দুপুরের পর থেকে আবারও দোকানের শাটার উঠে যায়। হাফ বেলাতেই যা ব্যবসা হয়, তাতে ফি বছর আবগারি দপ্তর উসেইন বোল্ট হয়ে ওঠে। অর্থাৎ, নিজেই নিজের রেকর্ড ভাঙে।